নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধরার ৯৯.৯৯ জন মানুষ ই স্বার্থপর- আল্লহর খাস বান্ধা ব্যাতিত সবাই সব কাজেই নিজের লাভ খোঁজে।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)

বোরহান উদদীন

সুখ শান্তি পৃথিবীতে পাওযার কথা না, সুখ শান্তি তো পরকালের জন্য, এই সুখের জন্য অস্স্থায়ী পৃথিবীতে পাপের পথে পা না বাড়ানোই শ্র্রেও !

বোরহান উদদীন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ থেকে নতুন করে ফ্রি ভিষায় সৌদি আরবে না আসা ই ভাল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

নতুন করে ফ্রি ভিষায় সৌদি আরবে না আসা ই ভাল,
======================================
আর যারা আসছেন- তাদের অবস্থা কতটা শোচনীয় তা আমরা ই জানি।
দেশ থেকে টাকা নিয়ে এসে চলতে হচ্ছে, এমন অনেক দেশী ভাই আমাদের কাছে আসে প্রায় ই। অনেক ই কাপিল পর্যন্ত খুজে পাচ্ছেন না। কি ভাবে জেল না কেটে বাড়ীতে যাবে সে প্রসেসিং টাও কেউ জানেন না।
সকল বাংলাদেশী ভাইদের কাছে আমি এটাই আসা করব ভিডিওটি সবাই শেয়ার করে সবাই কে সাবধান করে দিবেন, যাতে নতুন করে ৭/৮ লক্ষ টাকা খরচ করে কেউ এ দেশে না আসে।



নতুন নতুন আইন কানুন করে এদেশের সরকার প্রেশার সৃষ্টি করছে যারা এখানে আছেন সবাই জানেন। গত এক মাস থেকে নতুন আইন আরবি তে যা কে বলে মো কাবল মালী এই আইনের আওতায় এসে প্রতিটি ফেম্যেলি এখন ভীষণ টেনশনে দিন যাপন করছেন এখানে আর এ কারনে ই নতুন করে আবার ও সৌদি আরব ছাড়ছেন অভিবাসী ফেম্যেলি রা।
গত ৮/৯ বছর থেকে বাংলাদেশীদের সব ধরনের ভিসাই বন্ধ ছিল জানেন সবাই

তার আগে যে সব ফেম্যেলির পার্মানেন্ট ভিসা ছিল তারা এখন নিজের বাচ্ছাদের পড়া লেখা খরচ যোগাতে হিম শিম খাচ্ছেন, এর মধ্যে মরার উপর খরার ঘা হয়ে আসা এই নতুন আইনের কারনে প্রায় সব বাংলাদেশী পরিবার গুলাই দেশ মুখী হতে বাধ্য হচ্ছে। এর ই ফল হিসাবে এক সাথে ৮০ টা টি সি র আবেদন জমা পড়েছে বাংলাদেশ ইন্টার ন্যাশনাল ইস্কুল দাম্মামে।

মাসুম

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত কঠিন অবস্থার মধ্যেও তা হলে
বাঙ্গালীরা যাচ্ছে কেন?
সরকার তো বাধা দিচ্ছে না।
প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে
কার স্বার্থে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

বোরহান উদদীন বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
সরকার কেন বাধা দিচ্ছে না, এ বিষয়ে জানা নাই আমার, কিন্তু অবস্থা বড়ই কঠিন।
যারা আসছেন তারা ই বলতে পারবেন।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই ম‌নে ক‌রে একটা চাকু‌রি তো হ‌বেই! আর প্রবাসী‌তের ভুল বু‌ঝে। সরকার আর এ‌জে‌ন্সিগু‌লো জে‌নেও চুপ থা‌কে ব্যবসা ক‌মে যা‌বে এ কার‌ণে। একমাত্র বেকুবরা ৭/৮ লাখ খরচ ক‌রে সৌ‌দি আরব যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.