![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
তুমি আসবে বলে (....২০১৮ ভার্সন)
তুমি আসবে বলে, হে প্রজ্ঞাপন
রাশেদ গেল রিমান্ডে
পায়ের হাড়টি ভেঙ্গে গেল তরিকুলের ।
তুমি আসবে বলে, হে প্রজ্ঞাপন
রাবির বুকে হাতুড়ি হাতে মামুন এল
দানবের মতো চিৎকার করতে করতে
তুমি আসবে বলে, হে প্রজ্ঞাপন
নুরুল হক খেল বেদম পিটুনি।
পুলিশেরা রাইফেল আর মেশিনগানে খই ফোটাল যত্রতত্র।
তুমি আসবে বলে, কত ভাই যে নির্ঘুম কাটালো
রাতের পর রাত
তুমি আসবে বলে,
নির্যাতিত ভাইয়ের পাশে দাঁড়িয়ে
একটানা আর্তনাদ করল একটা কুকুর।
তুমি আসবে বলে, হে প্রজ্ঞাপন
আমরা হলাম রাজাকার-জঙ্গি-শিবির,
মরিয়ম লাঞ্ছিত হলো হায়েনাদের হাতে।
তুমি আসবে বলে, হে প্রজ্ঞাপন
অবুঝ মেয়েটা ভাইকে বাঁচাতে হামাগুড়ি দিল
ঢাকার ঐ পিচঢালা পথে।
তোমাকে পাওয়ার জন্য, হে প্রজ্ঞাপন,
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে রক্তবদাহন?
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০
হাবিব বলেছেন: ব্যাথিত কেন ভাই?
অন্য কোন খবর আছে নাকি-
ভুল কিছু কি আছে,
আর কিছু কি আমার জানার বাকি?
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/MdMaidulSarker/30236250|## ব্লগে সেফ না হওয়া নতুনদের কথা ##
হাবিব স্যার- আমার এই পোস্টটি পড়বেন হয়তো কাজে আসতে পারে।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন পেরডি হয়েছে।
লিংকটা মনে হয় সঠিকভাবে সংযুক্ত হয়নি।
ক্লিক করুন।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
হাবিব বলেছেন:
পড়লাম ভাই, অনেক ভালো লাগলো। কথা গুলো মেনে চলবো।
আমার জন্য দোয়া করবেন। কিছু ভুল করে থাকলে শুধরিয়ে দেয়ার অনুরোধ রইলো?
সময় পেলে আমার অন্যান্য লেখা দেখে আশার আমন্ত্রন রইলো।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই আশার প্রতীক্ষা যেন শেষ হবার নয়। চলতেই থাকে মাঝেমধ্যে হৃদয়ে হাহাকার।
আপনার মনে এই ভালোবাসা যেন প্রতিটি ক্ষণে জাগ্রত হোক এই কামনা।
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭
হাবিব বলেছেন: কতদিন আর থাকবো তাহার প্রতিক্ষায়
কতদিন আর পর সেই দিন পাবো দেখা,
স্বাধীনতার এতটা বছর পরেও
তাই কি ছিল এই কপালের লেখা?
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
আরোগ্য বলেছেন: স্যার, প্রতিদিন একটি পোস্ট দিলে ভালো হয়।প্রথম পাতায় না আসলে পোস্টগুলো সবার চোখে পড়ে না।
০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ পরামর্শের জন্য,
কি করবো বলেন ভাই -
ব্লগ লেখার লোভ সামলাতে পারি না।
নতুন হলে যা হয় আর-কি!
দোয়ার দরখাস্ত রইলো-
ভুল গুলো মার্জনীয়।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমরা বাঙালিরাই কিন্তু দেশ স্বাধীন করেছি ভাইয়া।
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৪
হাবিব বলেছেন:
সেই আশাতে বুক বেঁধে আজ
লড়াই করি সর্বদা,
জয় ছিনিয়ে আনবো আজি
মানবো না তো কোন বাঁধা।
একাত্তরের যোদ্ধারা সব
আমার দেশের অহংকার,
তাদের তরে হাজার সালাম
শ্রদ্ধায় নত বারং বার।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৭
রাকু হাসান বলেছেন:
সাম্প্রতিক বিষয় নিয়ে সুন্দর লিখেছেন । +
০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
হাবিব বলেছেন:
সুন্দর যেন হয় না কভু শেষ
যেন থাকে আজীবন-
এই দোয়া টা চাই,
এভাবে যেন সকল লেখায়
আপনাকে কাছে পাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫
নজসু বলেছেন: স্যার, ব্যথিত হৃদয় নিয়ে অপেক্ষায় আছি আমরা সবাই।
আশা আশার ফুল হয়ে ফুটুক।
আপনি অতিদ্রুত নিরাপদ ব্লগার হবেন এই আশা রইল।