নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

তিনিই বাবা

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৫


ছবি সূত্র: গুগল....

আমার বাবা:

একটা তারা এনে দিতে বললে যিনি,
পুরো আকাশ এনে দিবেন বাবা তিনি।
একটা গোলাপ এনে দিতে বললে বাবা,
পুরো বাগান দিয়ে বলে আরো নিবা?
হাওয়াই মিঠাই চাইলে পরে বাক্সটাকে,
ফেরিওয়ালা দু'চারটা আনেন ডেকে!

প্রশ্নবাণে ডুবাই তাঁরে রাগ করেনা,
ত্যাক্ত করি ছোট বেলায় তাও ছাড়েনা।
বাবার কাঁধে গ্রামের মাঠে বল খেলাতে,
ঘোড়া দৌড় দেখতে গেছি বৈশাখীতে।
বাবা আমার খেলার সাথী বন্ধু ভালো,
তাঁর ছোঁয়াতে এই জীবনে পেলাম আলো।
বাবার সাথে প্রতিটাদিন যায় খুশিতে,
সারা জীবন থাকবো আমি পিতার সাথে।
বাবা ছাড়া অপূর্ণ রই ছোট্ট বেলায়,
তিঁনি ছাড়া জীবনটা যায় অবহেলায়।

বাবার হাতের ছোঁয়াতে তাই স্বপ্ন দেখি,
শান্ত শীতল ঝর্ণাধারায় ভরে আঁখি।
একজীবনে এতো খুশি কোথায় রাখি?
দেখাতে চাই এই পৃথিবী এনে ডাকি!
দু:খ যদি দিয়ে থাকি বাবার মনে,
ক্ষমা করে বাবা আমায় আপন গুণে।



বাবা ছাড়া:

বাবা ছাড়া এই মনেতে ভীষণ খরা,
সবটা সময় পিতা পেয়েই আত্মহারা!
আজো বাবা দুনিয়াতে পেলেন যারা,
এই জগতে সেরা ধনী জানি তারা।

বাবা যখন বৃদ্ধ:

গোলাপ ফুলের টকটকে লাল পাপড়ি গুলো,
ছড়িয়ে দেই বাবার মাথায় এলোমেলো।
পাঁকাচুলে মেন্দি পাতা আপন হাতে,
পাঁকা দাড়ি যত্ন করে লাগাই তাতে!

বাবার জন্য দোআ:

কি নেয়ামত আল্লাহ দিলেন দুনিয়াতে!
বাবার মতো পেলাম না আর পৃথিবীতে।
আল্লাহ তুমি বাবার উপর রহম ঢালো,
শেষ বিচারেও তাঁরা যেন থাকে ভালো।
এই দুনিয়ায় যেমন ছিলাম বাবার সাথে,
ফেরদাউসেও থাকি যেন পিতার সাথে!


মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

ইসলাম ইন লাইফ বলেছেন: সেরকম! দাগ কাটার মতন। মাশাঅাল্লাহ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

হাবিব বলেছেন: আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত মা এবং বাবা..
আল্লাহ আপনার ভালো করুন

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: বাবাদের তুলনা শুধুই বাবারা, কবিতায় বাবাদের সাতকাহন ভালো লেগেছে........শুভ সকাল।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১

হাবিব বলেছেন: শুভ সকাল প্রিয় ভাই
আপনার আগমন মানেই মজার মজার নাস্তা
শুভ সকাল জানাই

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

হাবিব বলেছেন: ফাটাফাটি চা হয়েছে..। এত ভালো চা প্রথম পান করলাম

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent.

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
শুভ সকাল জানবেন

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

নতুন-আলো বলেছেন: মনোমুগ্ধকর

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মংগল করুন

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

আরোহী আশা বলেছেন: অনেক সুন্দর..

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

হাবিব বলেছেন: শুভ সকাল .।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

হাবিব বলেছেন: সকল বাবার প্রতি সম্মান জানাই.....

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১

পবিত্র হোসাইন বলেছেন: বাবা আর সন্তানের যখন দূরত্ব বাড়ে , একমাত্র তখনই সন্তান বুঝতে পারে বাবা তার জীবনের অনেক বড় সম্পদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

হাবিব বলেছেন:




মায়ের আচল তলে স্নেহের ছায়া......
বাবা সেথায় যেন রক্ষা প্রাচীর।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার......

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ব্যস্ত নাকি......?

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

ঝিগাতলা বলেছেন: বাবা আল্লাহর পক্ষ থেকে অসীম নেয়ামত.......

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

হাবিব বলেছেন: আমাদের কর্তব্য নেয়ামতের শুকরিযা আদায় করা.........

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ...

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন:




মন্তব্যে শব্দের খরা দেখেই বুঝেছি......

আপনার অবসর কামনা করছি......
দ্রুত যেন আপনার ব্যস্ততা শেষ হয়.......

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: একদম হৃদয় ছুঁয়ে গেল। ++++++++

যারা এখনো বাবার মতো বটবৃক্ষের সুশীতল ছায়ায় আশ্রিত তাদের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

হাবিব বলেছেন:



আপনার মন্তব্য সব সময় অন্তর স্পর্শ করে .......
বাবারা আসলেই বটবৃক্ষের মত ছায়া দেয়.............
বাবাদের তুলনা হয়না.....
আপনার বাবার প্রতি শ্রদ্ধঞ্জলি

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ......
আল্লাহ আপনার উপর সাকিনা নাজিল করুন............

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

নজসু বলেছেন:



বাবা মানে শুধুই বাবা।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

হাবিব বলেছেন:




সকাল বাবাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি......
আপনার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি.....
কারণ আপনিও একজন বাবা.......
কিন্তু আমার এখনো সন্তান হয়নি......
তবে আমিও বাবা, কারণ আমার দুই ফুফু সব সময় আমাকে বাবা ডাকে।
আমার দাদা মারা যাবার পর থেকে বেশি ডাকে।
ফোন দিলেই বলে "কেমন আছো বাবা?" আমারও খুব ভালো লাগে

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ইসিয়াক বলেছেন: অসম্ভব সুন্দর...।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

হাবিব বলেছেন:



আপনাকে আমার ব্লগে স্বাগতম.....
ধন্যবাদ ও শুভ সন্ধ্যা জানিয়ে গেলাম....
লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো.....

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নজসু বলেছেন:



ধূর আমি তো এখনও বিয়েই করিনি।
বাবা হবো কোথ্থেকে? :-B

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

হাবিব বলেছেন:



হায় হায় কয় কি...... :P
তাহলে প্রোফাইল পিক কার? :|

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: 16 নম্বরে নজসু ভাইয়ের কমেন্ট দেখে না হেসে আর পারলাম না। এত সুন্দর পিক যার সে এখনো বিয়ে করেননি ! এ বড় দুর্ভাগ্যের !! তবে সে যাই হোক আমি আর আপনি মিলে নজসুভাইয়ের জন্য একটা ব্যবস্থা করি, যাতে আর বেশি দিন একা থাকতে না হয়। হা হা হা ....

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

হাবিব বলেছেন:




আপনিই বলেন দাদা আমার অমন ধারণা করা কি ভুল ছিলো?
আর সূজন ভাই যদি রাজী থাকে তাহলে বিয়ে দেয়া যায়......

আপনি পাত্রি ঠিক করবেন আর আমি বিয়ে পরাবো.......:P

সুজন ভাই, যদি রাজী না থাকেন তাহলে শুন্য (০) চাপুন......
রাজী থাকলে ১ চাপুন, লম্বা মেয়ে চাইলে ৭ চাপুন,


১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

বলেছেন: বাবার এমনই হয়।


ভালোবাসার অপর নাম বাবা ---+++
রাব্বি র হাম হিমা কামা রাববা ইয়া নি ছগিরা।


কবিতায় মুগ্ধতা


আমার ছোট ভাই সুজনের একটা শাদী দিয়ে দেন স্যার।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

হাবিব বলেছেন:




বাবাদের মতো সহজ সরল কেউ হয়না....
তাইতো তাড়াতাড়ি বাবা হতে ইচ্ছা করে.......

রাব্বি র হাম হিমা কামা রাববা ইয়া নি ছগিরা। ....আমিন

কবিতায় মুগ্ধতা ..... দেড়িতে এসে হলেও আমাকে মুগ্ধ করে গেলেন....

সুজন ভাইয়ের পাত্রি দেখার দায়িত্ব পদাতিক ভাইকে দিয়েছে, আমি বিয়ে পড়ানোর দায়িত্ব নিলাম। আপনি যদি বাসর সাজানোর ব্যবস্থা করতেন তাহলে সুবিধা হয়। ....B-) :P :P

ব্লগে কি কনে সাজানোর মতো কেউ আছেন? আওয়াজ দিয়েন....
এখানে বিয়ের আয়োজন হচ্ছে......:P

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

বলেছেন: আমার ব্লগ বাড়িতে আসার দাওয়াত রইলো কিন্ত স্যার।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

হাবিব বলেছেন:



হুম ভাইজান..... আমি ১ম হয়েছি....
পাঠ পরবর্তী মন্তব্যে আবার আসছি.....

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা হা হা .......

সুজন ভাইয়ের দেখা চাই.....

নাকি বিয়ের কথা শুনে দেশ ছেড়ে পালালো।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

হাবিব বলেছেন:




ছাড়তেও পারে....
তবে দেশ ছেড়ে আর পালাবে কোথায়? তিন দিকেই আপনার দেশ, একদিকে বঙ্গোপসাগর........
এত রাত্রে বিমানের টিকেটও পাবে না.....

আমি অবশ্য সুজন ভাইকে মেইল করে বিয়ের খবর বলে দিয়েছি.....
দেখা যাক কি হয়........

আপনি পাত্রি দেখা থামায়েন না আবার.......
বিয়ের সময় অনেকে এরকম করে, সমস্যা নাই.......B-) B-)

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

বলেছেন: এপার বাংলায় না হলে ওপার বংলায় আর কিছু না হলে বিদেশী মেম
তবুও হোক আমার সুজনের সংসারের প্রেম।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

হাবিব বলেছেন: যে দেশেরই হোক বাঙালী হওয়া চাই......

সুজন ভাই আবার সুন্দর রান্না খুব পছন্দ করে....B-)
কলকাতার মেয়েরা নাকি ভালো রাঁধতে জানে শুনেছিলাম....

ওপার থেকে হলেও মন্দ হবে না......

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

মাহমুদুর রহমান বলেছেন: বাবাদের ভালোবাসা সবসময় আড়ালেই থেকে যায়।

বাবাদের নিয়ে লিখার জন্য ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

হাবিব বলেছেন:




সবাই দেখি মাকে নিয়েই বেশি লিখে.....
বাবাকে নিয়ে লেখা তুলনামূলক অনেক কম.......
বাবা-মা দু'জনেরই অবদানে সন্তান মানুষ হয়.......

আপনাকে পেয়ে খুব ভালো লাগলো........

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১

জয়া মানহা বলেছেন: বাবা মানে যার কোন তুলনা নেই। বাবা এক অমুল্য সম্পদ। বাবা ছাড়া সব অপূর্ণ ।

আপনার লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

হাবিব বলেছেন:




আপনার সুন্দর মন্তব্য ও ভালো লাগায় মুগ্ধতা জানবেন.......
অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য......

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫২

নজসু বলেছেন:



এতো কিছু, এতো সিদ্ধান্ত হয়ে গেলো। #:-S
এবার আমি সত্যি সত্যি পালাই। :-B

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

হাবিব বলেছেন:



পালানোর কোন পথ নাই। কোন অ্যামবাসি থেকেই ভিসা দেয়া হবে না........
স্থলপথে গেলে পাশের দেশে পদাতিক দা আছে ধরে ফেলবে......

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

নজসু বলেছেন:









১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

হাবিব বলেছেন:




নিরবতা সম্মতির লক্ষণ........
বুঝতে পেড়েছি আপনি বিয়েতে রাজি আছেন. :P ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.