নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ফুল ঝড়ে গেলে

২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫১

এমন যাওয়া যায় কি গো মানা
ওরে আমার নিঠুরও মোনা,
আমারে তুই সঙ্গে নিলি না।।

আমার সুখের প্রদীপ সঙ্গে নিলি নিভিয়ে তোর দীপ,
এ আধারে ফেলে আমায় তুই হইলি নিশ্চুপ,
এমন তো আর কথা ছিলনা।।

ফুলের পাপড়ি গুলি ঝড়ে গেলে থাকেনা আর ফুল,
আমার বুকে ভাঙ্গছে শুধু অশ্রু নদীর কূল,
এমন বাঁচা বাঁচে কোন জনা।।

এই জীবন নিয়ে বাঁচা আমার মিথ্যে অভিনয়
তুই ছাড়া মোর জীবন যাপন শধুই পরাজয়,
শোধ হইলো না তোর প্রেমের দেনা।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ রাত ১১:৫৯

কল্লোল পথিক বলেছেন:




না পাওয়ার বেদনা প্রকট ভাবে ফুটে উঠেছে।
কবিতা ভালো লেগেছে।

২৩ শে জুন, ২০১৬ রাত ১২:০২

ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ,
ভাল থাকবেন।

২| ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:২২

রায়হানুল এফ রাজ বলেছেন: এই জীবন নিয়ে বাঁচা আমার মিথ্যে অভিনয়
তুই ছাড়া মোর জীবন যাপন শধুই পরাজয়,
শোধ হইলো না তোর প্রেমের দেনা।।
--- এই দেনা কোনদিন শোধ হওয়ার নয়।

২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:৪৯

ইমরান আল হাদী বলেছেন: প্রিয় রাজ এই দেনার দায়ে দেউলিয়া হলেও কোন ক্ষতি নেই।
ভাল থাকবেন।

৩| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৩

বিজন রয় বলেছেন: ব্যাপার কি?

আপনার এই অবস্থা কেন? আগের নিক কই?

কেমন আছেন?

২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:১৫

ইমরান আল হাদী বলেছেন: পাসওয়ার্ড রিকভারি করতে পারি নাই, তাই নতুন নিক নিতে হল।সামুতে সাহায্যের জন্য ইমেইল করলাম কোন সাড়া পেলাম না তাই বাধ্য হয়ে নতুন ভাবে শুরু করতে হল।
আমি ভাল আছি, আমার জন্য দোয়া করবেন দাদা, আর ভাল থাকবেন সব সময়।

৪| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: ফুলের পাপড়ি গুলি ঝড়ে গেলে থাকেনা আর ফুল,
আমার বুকে ভাঙ্গছে শুধু অশ্রু নদীর কূল,
এমন বাঁচা বাঁচে কোন জনা
- প্রগাঢ় বেদনার প্রকট প্রকাশ।
শুভকামনা রইলো।

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮

ইমরান আল হাদী বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম,
যত্ন করে লেখাটি পড়ড়েছেন এবং
মন্তব্য করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.