নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

কন্যে তোমার নাম জানিনা

০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১

ভিন গাঁয়ের ও কন্যে তোমার নাম জানিনা
ডাইকবো তোমায় কি নাম ধইরে
তোমার একটা নাম দিতে চাই নিবা কিনা
আমার মত ডাকইবো তোমায় জনম ধইরে,
বকুল তলায় নাম শুনাব, আসবা কিনা।

আমার মাথায় আউলা চুলে হাত বুলাবা
দুঃখ সুখের সুতায় বাঁন্ধা একটা রঙ্গিন গল্প দিবা
তোমার চক্ষে আনন্দের এক নাচন নাচে
হরহামেসা
সেই আনন্দের ভাগ কি দিবা?

তোমার মুখে গভীর একখান দুক্ষের ছায়া
কেইবা দিল
তোমার দুক্ষ গল্প খানা আমায় কবা
আমায় দিবা তোমার দুক্ষ অংশীদারি
জীবন মরন গল্পখানায় তোমায় যদি আর না ছাড়ি
তুমি কি মোর গল্পখানার অংশ হবা?

তোমায় দিব রাত পোহানো ভোর আমার উঠান জুড়ে
চৈত মাসের খরার বুক ভাসাই দিমু আষাঢ় মাসের ঝড়ে
তোমার বুকের আচল হইবে সরষে ফুলের
মাঠ
তোমার চোখে আঁকি দিব কাজল নদীর হাট

এক টুকরা জ্যোস্না হবা আমার উঠান জুড়ি
কিনে দিব বালুচরের চিকমিকি রং জরির পাড়ের শাড়ী
বেনে বউ হলদে পাখি, হবা গাঁদা ফুল
অঙ্গ তোমার সুবাস মাখা যেমন গোলাপ জুই
খোপায় দিব জোনাক রংয়ে কাকই
রূপ দরিয়ার ডুবলো পরান কোথায় পাইবো থই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক। কেমন আছেন?

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ইমরান আল হাদী বলেছেন: ঈদ মোবারক। ভাল আছি, আপনিও ভাল আছেন নিশ্চয়ই

২| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: নাম না জানা কন্যার প্রতি দুর্বার আকর্ষণের কথা কবিতায় বেশ ভালোভাবে ফুটে উঠেছে।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫১

ইমরান আল হাদী বলেছেন: আপনার মন্তব্যে কবিতা লেখা স্বার্থক হল,
শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.