নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

অনিঃশেষ প্রকৃতি ও প্রেম

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

গভীর শব্দহীন চরাচর ভেদকরে বয়ে চলে
অগুন্তি নিশি পাওয়া পতঙ্গ
নারকেল পাতা চেরা, দুধ জোছনা
পড়ে থাকে ঝড়া পাতার করুন বুকে।
তার পর ডুবজল ভেঙ্গে দেয় পূবাল বাতাস
ঘাস আঁকা জমিনে বট ফল রং নয়া রোদ
বেড়ে যায়।
সোদা ঘ্রাণ মেখে নেয় কচি লাল ঠোঁটে
বালিকা মন কোন এক পাখি
সব পাখি বালিকা চির কাল, কালো ঠোঁট
অথবা লাল।
মৃত্যুরা এসে যায় হামেশায় পিপড়ার পায়
অথবা ডানায়
সবকিছু ধুয়ে যায় সোনা রোদ জোছনায়
মেঘেরা গলে যায় শিরিষ গাছের তলায়
সেখানে, সবখানে জীবনের কোলাহল
গলাগলি করে বয়।

পাকুড়ের ভাঙ্গা ডাল , জীবন শিকড় মেলে
দেয় জমিনে
নতুন জীবন রূপ বেড়ে যায় অলখে
সে খবর পৌছায় বাতাসে
এক ঝাক জোনাকি জ্বলে যায় স্বর্ণ লতার কাঁখে।
গল্পরা এক নয় ভুবনে,
মাঠে বনে পাখি আর পতঙ্গের জীবনে
এক সুরে গেয়ে যায় কত গান সময়ে,
ফুল ঝড়ে সকালে মরা রোদ উবে যায় বিকেলে
ধুলার চাদর মোড়া কোন এক গাঁয়ে
বিকয় অনিঃশেষ প্রকৃতি ও প্রেম।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

রায়হানুল এফ রাজ বলেছেন: নতুন জীবন রূপ বেড়ে যায় অলখে
সে খবর পৌছায় বাতাসে
এক ঝাক জোনাকি জ্বলে যায় স্বর্ণ লতার কাঁখে।

ভালোই লিখেছেন। +++

১০ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৮

ইমরান আল হাদী বলেছেন: অনেক কৃতজ্ঞতা। ভাল থাকবেন সবসময়।

২| ১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি, পাখি, পতঙ্গ, পত্রপল্লব, পুকুর আর পূবাল বাতাস-- এ সবের প্রতি কবি মনের সহজাত প্রেমের কথা অনুপমরূপে চিত্রিত হয়েছে কবিতায়। কয়েকটি বর্ণনা অনবদ্য হয়েছে, যেমনঃ
১। নারকেল পাতা চেরা, দুধ জোছনা
পড়ে থাকে ঝড়া পাতার করুন বুকে

২। সোদা ঘ্রাণ মেখে নেয় কচি লাল ঠোঁটে
বালিকা মন কোন এক পাখি
সব পাখি বালিকা চির কাল, কালো ঠোঁট
অথবা লাল

৩। ধুলার চাদর মোড়া কোন এক গাঁয়ে
বিকয় অনিঃশেষ প্রকৃতি ও প্রেম

কবিতার শিরোনামটাও সুন্দর হয়েছে। সব মিলে একটা মানসম্পন্ন কবিতা, তবে আরো কয়েকবার পড়ে কিছুটা সম্পাদনা করে নিলে এটা আরো ভাল হবে। চাকু ধার দিলে যেমন এর তীক্ষ্ণতা বাড়ে, কবিতা বার বার করে পড়ে সম্পাদনা করতে পারলে কবিতারও তীক্ষ্ণতা বাড়ে। এত সুন্দর কবিতায় মাত্র ১ জন পাঠকের মন্তব্য, এবং ১৬ বার পঠিত দেখে ব্যথিত হ'লাম।
আপনি কবিতা লিখতে থাকুন। শুভকামনা রইলো।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৯

ইমরান আল হাদী বলেছেন: এত সুন্দর মন্তব্যে আমি খুব কম পেয়েছি।আপনার এ মন্তব্য আমাকে অনুপ্রেরিত ও উৎসাহীত করেছে।এটি আমার কাছে অনেক বড় অর্জন।
আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। আমার লেখায় কোন ত্রুটি থাকলে নির্দিধায় বলবেন। ভাল থাকবেন ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৯

ইমরান আল হাদী বলেছেন: এত সুন্দর মন্তব্যে আমি খুব কম পেয়েছি।আপনার এ মন্তব্য আমাকে অনুপ্রেরিত ও উৎসাহীত করেছে।এটি আমার কাছে অনেক বড় অর্জন।
আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। আমার লেখায় কোন ত্রুটি থাকলে নির্দিধায় বলবেন। ভাল থাকবেন ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.