![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
সে প্রিয়জন ছাড়িল ভুবন যে ছিল ব্যাথার ভাগী
মুছিবেনা জল যতন করিয়া হবেনা অনুরাগী,
সে গিয়াছে রেখে স্মৃতির সুনীল ঢেউ
অথৈ সাগরে দুঃখের সারথি থাকিল না আর কেউ,
এ ক্ষত দাগ মুছিবো কেমনে ঘুচিবে কেমনে জ্বালা
জনমের তরে চোখের জলে গাঁথিব শোকের মালা।
আমার বাঁচিবার কিছুটা সময় যদি পারিতাম দিতে
তবে কি তোমার যাবার বেলা কিছুটা বাড়িয়ে নিতে,
তোমার বুকেতে মাথা রাখিয়া নিতাম বাঁচার স্বাদ
হোক কানাকানি লোক জানাজানি হোক শত অপরাধ।
তুমি ছাড়া আজ প্রতিটি সময় আধার কুপেতে সেচ্ছা কারাবাস
আমার ভুবন চন্দ্র হারা, সুর্য তারা পূর্ণ রাহুর গ্রাস,
তুমি ছিলে মোর বুকের মাঝে চোখের কোনে হাসি কান্নার ছল
আজ এখানে বাজে হাহাকার ঘোর নিরবতা ঝড়ে হলাহল।
তোমার পথে হাটিবার কাল কত খানি আর বাকি
নিরবে যতনে সে পথ টুকু গুনিয়া গুনিয়া রাখি,
আমায় হারিয়ে তুমিও কি আর থাকিতে পেরেছো ভাল
এ দুঃখের কাল ঘুচিবে সহসাই,
নিভিলে আমার জীবন প্রদিপ আলো।
আর জনমে শোধিব তোমার চোখের জলের ঋন,
তোমার আমার প্রেমের গল্প থাকিবে অমলিন।
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮
ইমরান আল হাদী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখে যান অবিরত