![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
দেয়াল খসে গেছে,সময়ের ঠাই নেই এখানে
পাকুড়ের শিকড়ের কাছে
সেই দিন পড়ে আছে ঘুণেধরা জানালার পাশে,
কিছু কথা এখনো কি ভাসে ভেজা বাতাসে।
রং পেনসিলে কাঁচা হাতে আঁকিবুকি
মুছে গেছে সময়ের সাথে,
মাছ পাখি প্রাজাপতি জেগেছিল কারো হাতে।
রংচটা দেয়ালে কেউ নেই ভেসে গেছে সময়ের টানে,
তুমি নেই তোমার মতন তুমি নেই
যেমন ছিলে এই খানে।
সেই দিন নেই যা দিয়ে ছিলে মুঠো ভরে
সে দিন গুলো পুষে রাখি গভীরে
দিয়ে ছিলে গোপন করার মত গোপনীয় একান্ত কিছু।
প্রথম প্রগাঢ় প্রেম উষ্ণ ঠোটের গোপন অনুভূতি
যেন ভয় পাওয়া কন্যে আমি প্রথম ঋতুমতী।
সময় থমকে দাড়ায় দেয়ালের ফাঁকে
রৌদ্রেরা ডানা ঝাপটায় ভাঙ্গা পাচিলে
কুয়াশা গোলা ভোর সময়ের ছবি আঁকে
তোমার সোনালি চুল রোদের
আলপনা একে দেয় উঠানের পিঠে
সহসা ঘোর কাটে,
এই রোদ ভোর নেমে ছিল তোমার কোলে
তোমার সকাল দুপুর থেমে আছে এ ছায়াতলে
সৈই সব ধেয়ে আসে বুকের বা পাশে
তার পর ধিকিধিকি জ্বলে।
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১১
ইমরান আল হাদী বলেছেন: আপনি কবিতা এত ভাল বোঝেন যার কারনে আপনার প্রতি শ্রদ্ধা কেবল বেড়ে যায়।আর আপনার প্রতিটি মন্তব্য আমার কাছে এক একটি পদক।
২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা +
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮
ইমরান আল হাদী বলেছেন: অনেক অনুপ্রেরনা পেলাম আপা,ভাল থাকবেন।
৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: আর আপনার প্রতিটি মন্তব্য আমার কাছে এক একটি পদক।
আশাকরি সামনের দিনগুলোতে এই বিষয়টি আরো পরিপূর্ণ হবে।
শুভকামনা প্রিয় হাদী।
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯
ইমরান আল হাদী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৪| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৭
কল্লোল পথিক বলেছেন:
দারুন কবিতা।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২
ইমরান আল হাদী বলেছেন: পথিক ভাই ভাল আছেন নিশ্চয়। কৃতজ্ঞতা......
৫| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: সময় থমকে দাড়ায় দেয়াল ফাঁকে
রৌদ্রেরা ডানা ঝাপটায় ভাঙ্গা পাচিলে
কুয়াশা গোলা ভোর সময়ের ছবি আঁকে
তোমার সোনালি চুল রোদের
আলপনা একে দেয় উঠানের পিঠে
সহসা ঘোর কাটে
হৃদয় ছুঁয়ে দেয়া লেখনি। নিরন্তন শুভ কামনা।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
ইমরান আল হাদী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন প্রিয় বিলিয়ার রহমান।
৬| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লেগেছে কবিতা।।
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ, শুভকামনা রইল প্রিয় শাহরিয়ার কবীর।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০১
বিজন রয় বলেছেন: সময় বৃদ্ধ যাযাবর।
আর সব অস্থায়ী।
তাই দেয়াল খসে পড়ে, পাকুড় বৃদ্ধ হয়, প্রজাপতি রঙ বদলায়।
++++++