নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

সে যেন এক পাখি

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৩

ভেজা দোয়লের চোখ তার চোখে
দিশেহারা ব্যাকুলতা পাখির মতন
তার মুখ আধার বৃষ্টি দিন,
চিরদিন বন হার একা পখি-দোয়েল
আথবা যে কেউ একাকি।
এক ঘেয়ে বৃষ্টির ঘুম রাত
তার ঘুম কেড়ে নেয় স্বপ্নের ব্যাঘাত।
পাখির পালোক ঝড়ে,
ঠোঁট খুটে ঝেড়ে নেয় পুরাতন রং।
তার মনে পুরাতন বসে আছে
সোনা রং জমিনে।
ফুল ঝড়ে,স্বপ্ন ঝড়ার দিন এখনো বাকি,
বুকের ওমে পুষে রাখে অনাগত
পাখিরে তার পাখি।
অনাগত সেই সুখ পাতা নাড়ে
যাকে সে পেয়েছিল ভেবে
কেঁদে ছিল রক্তিম আবেগে।
তার পর এক দিন রাত বাড়ে
মুছে যায় সব রূপ আধারে।
কাজল পাখির জল
তার জলে ডুব দিয়ে ভেসে রয়
পড়ে থাকে পাখির ঘ্রাণ তৃণলতায়।
ভেঙ্গে পড়ে সব রং রোদ দিন,
আর অনাগত পাখির ধুসর ঋণ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা,ভাল থাকবেন পথিক ভাই।

২| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো।

২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

ইমরান আল হাদী বলেছেন: ব্লগে স্বাগতম।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

নীলপরি বলেছেন: সুন্দর হয়েছে ।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৬

ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ জানবেন নীলপরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.