নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

সবুজ দ্বার ভেঙ্গে যায় অনলে

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:০১



( সুন্দর বন বেঁচে থাক অনাদিকাল।
সুন্দর বনের কাছে দায়বদ্ধতা থেকে এ লেখা।)
-------------------------------------------------------------
সমুদ্র দেবতা তার সাম্রাজ্য থেকে
তোমাদের দূরে রাখতে চেয়েছিলেন।
চেয়েছিলেন তার জল ঝড় প্লাবন থেকে
বিপন্ন মানব কে দূরে রাখতে।
তার পর খেলবেন তার মহারণ খেলা।
তাই তিনি দিয়েছিলেন ছোট এক উপহার,
সমুদ্র আর মাটির মাঝে সুরক্ষিত এক সবুজ দ্বার,
নিজ হাতে দক্ষিণ কোনে এঁকে দিয়েছিলেন
এক জীবন্ত ছবি, জীবনের সমাহার।
এ যেন এক পিতার বোনা অনাগত
সন্তানের জন্য রেশমের গালিচা,
যেন সন্তানের নিরুপদ্রব বাঁচা
আর তার অস্তিত্বের নিশানা।
তার পর কেটে যায় কত কাল কত বেলা
সে ছবিময় বন তোমাদের কি কিছুই দেয়নি
আর সয়নি অবহেলা।
নিরব ব্যাথা করুন ক্ষত এসেছিল
তার বুকে কত,
তার পরেও সে দাড়িয়েছে মাথা তুলে
মহাকালের মহাবীর যেন প্রভুর অনুগত।

মানব সন্তান আজ সভ্যতার মোড়কে মোড়া,
নাগরিক বিকারে দিশেহারা তারা।
ফানুসের মোহে পিতার দান ভেঙ্গে দেয় নির্দিধায়,
লোভের আগুনে আজ সবুজ ভেসে যায়।
সবুজ গালিচায় উনুন বসিয়ে ছেলেখেলায় মাতে,
হত্যার কালিমা আজ সভ্য মানবের হাতে।
যে বন পুড়ে পুড়ে আধার করিবে আলো
জেনে রেখো এক দিন আসিবে আধার,
ভাঙ্গিবে তোমার সব আয়োজন
নিকস আধার কালোয়।
সে বেলায় আলোহীন হাহাকারে
কাঁপিয়া উঠিবে তোমার বুকের জমিন,
সেই দিন হাসিবে মহারাজ ফিরায়ে নিবে
তার করুনার ঋণ।
সে প্রলয় রুধিবে কেমনে ক্ষিন বল মানবে,
তোমার নিয়তি তোমার হাতে নয়
তুমি বেঁচে আছ মহা প্রকৃতির দানে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৩

ইকরাম উল হক বলেছেন: গুড

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:২০

ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ ইকরাম উল হক ভাই

২| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৯

কল্লোল পথিক বলেছেন:








বাঁচাও সুন্দরবন বাঁচাও মানুষ।

২৭ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৫

ইমরান আল হাদী বলেছেন: সহমত পোষণ করার জন্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.