![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
কুনো ব্যাঙের বুকের তলায় নিষ্ঠ যাপন
আধার কালের তপ্ত হাওয়ায়,
দহন কালে ভাসুক সকল তুচ্ছ প্রান
মৃত্যু নদীর রক্ত ধারায়
আমার তাতে কি আসে যায়।
এখন আমার শঙ্খ জীবন একটু বাঁচা
বুকে পিঠে নিলজ্জার কঠিন খাচা
তীব্র খরায় পুড়বো না আর ভিজবো না তো বৃষ্টি ধারায়
আমায় তবে কে ছুতে পায়।
পুত্র হারার ভাসলো দু চোখ অশ্রু জলে
আমার কি আর করার আছে ক্ষীণ বলে।
আছি তো বেশ নির্ভাবনায় একলা ঘরে
শত্রু হীনা মিত্রু হীনা একলা দলে,
আমার তবে থাকলো না ভয়।
স্বর্ণ লতার পত্রহীনা শূন্য যাপন
কেউ বা না হয় থাকল আপন
থাকলো না তো উপরে পড়ার একটু ঝুকি
পরগাছা এক বন্ধু হবে জেগ জেগে স্বপ্ন দেখি
আমার তবে বন্ধু পাবার এইতো সময়।
এখন আমি রিষ্ট পুষ্ট উট পাখি এক
মনটা আমার বিশাল দেহের ঠিক বিপরিত
একটু কারন অকারনে মুখটি ঢাকি বালুর তলায়
আমায় তবে হাজার খুজেও কে বা পায়।
এখন দেখি সব গুলো মুখ আমার মতই
একটি দুটি শিয়াল দেখে করছে কেমন পালাই পালাই
নিজে বাঁচি মরুক না হয় কয়েক হাজার পিসতুতো ভাই
আমার তোমার কিসের দায়।
অন্ধকারে যাচ্ছে মিশে সত্য সুন্দর আলোর সোপান
পায়ের তলায় চোরা বালি যাচ্ছে সরে সংগোপনে
আত্মা গুলি বিকিয়ে যাচ্ছে লোভের দামে আধার সময়
কাল রাতি আজ নামলো এসে তোমার ডেরায়
একলা আমি একলা তুমি
তোমার পাশে শেষ সময়ে থাকবে না কেউ।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৬
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ, প্রামানিক ভাই।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো কবি। এগিয়ে যান, শুভকামনা রইল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ কবিবর।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর