![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
পিঁপড়ের ঘর বাঁধি চল শুকনো পাতার তলায়
চিনে বাদামের খোলায় ভাসবো না হয়,
হাতে তুলে নিয়ে পোড়া দিয়েশলাই।
শিমুল বীজের ঘুড়ি উড়াই ছেড়ে খোলসের নাটাই
গোত্তা খাওয়ার ভয় কি আছে
বুকের মাঝে থিতানো মাটির টান,
তুই আমিতে মাটিতে মিশে জাগাই সুপ্ত প্রান।
পুঁইয়ের মাচায় গলাগলি করি বাধি ছয় মাসের সংসার
আধেক বছরে লাল ছওয়ালে ভরিবে তোর ঘর
কোল ছাড়িয়া নামিবে খুকি,
সময় আসিবে তোর আমার ঢলিয়া যাবার।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ ভাইয়া, দিলাম ঠিক করে।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫
বিজন রয় বলেছেন: পিপড়ের ঘর বাধি
পুইয়ের
ঠিক করে দিন।
অনেক দিন পর!!!