নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

পোড়া জল আর বোতল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৬



ঘুণ পোকার ঘরে লোনা জল ফেনিয়ে ওঠে
পানপাত্র জলজ আধারে ছেয়ে যায়।
তৃষ্ণার রেখা ফুটে ওঠে শুষ্ক ঠোঁটে।
জোয়ারের জল লোহিত দাগে পৌছায়,
পানির বোতল ছুড়ে ফেলে তৃষ্ণার শেষে
গহীনের সৌরভ লেগে আছে বোতলে,
যেমন লেগে থাকে পরিপাটি শবের গায়।
চাঁদ ডুবে গেলে আধার পোকার দলে
ঘুণ ঘর কেড়ে নেয় মাতালের বেশে।

ছিপিহীন বোকা বোতল উষ্ণ বাতাসের গায়
জড়াজড়ি করে রয় বাষ্পীয় জলের আশায়।
স্পর্শ পাপের দায় বোতলের গায়
উচ্ছিষ্ট ছিপির মত অবহেলায়
কারো পথ মিশে যায় গোলক ধাঁধাঁয়
তাদের পতন পাতার মত মহা পুণ্য।
মহা কালের কালো দরজায়
টুকরো টুকরো আলোর দাগ কেটে দেয়,
অন্ধ তৃষ্ণার্তের জন্য।

পতাকার রশি টেনেছে তাকে,
তাদের বেধেছিল রঙ্গিন রশিতে
যেন পালিত পশুদল খোয়ার বন্ধি।
বিনিময়ে রাখেনি কোন সফেদ নিশান
ডুমো মাছির চেয়েও ক্ষিন আহাজারি।
রুটির ভাগ তারা তাদের মাঝে চক্রাবর্তে
রেখেছে জারি।
ভাঙ্গা পেয়ালায় অনুজল ঢেলে
পেষাই গমের সাথে পানি বন্টন সন্ধি।

ধোঁয়ার শহরে মৃত্যুরা যেতে ভয়পায়
কোকিল পাখির ডিম মৃত কাকের দায়
জড়াজড়ি করে রয় কাঠ কয়লার তলায়।
ভাঙ্গা কলশির গলা শুকনো কাঠের মাথায়
খারপ চোখের অভিসাপ আটকায়
গলা মাংসের কষ লেগে থাকে শকুনের সরু গলায়।
পালিত কুকুর দল শকুনের গলা চেটে দেয়
উচ্ছিষ্টের আশায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.