![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
তোমার পাশে যদি বসি একটু পাশাপাশি।
তোমার ছায়ায় আমার ছায়ায় গলাগলি করি
নিরবতায় মসগুল।
তোমার শিকড়ে আমার আঙুল
তোমার বাকলে আমার হেলানো পিঠ।
তোমার দুয়ারে যেন কোন চিরচেনা পথিক
পথ নিয়ে গ্যাছে তারে তোমার পাতার কাছে।
কিছু দুঃখ তোমার শুকনো পাতার মতো
পড়ে আছে তার বুকে
তোমার মত স্থির জড় হয়তো তার মুখ।
এই ছায়তলে নিরব কিছু কথা আছে তোমারও
ঝড়ে ছিল বুঝি কোন ফুল পাতা বাকল তারও।
পাতার আড়ালে শূন্য নিড়ে যে পাখি বেধেছিল ঘর
দিয়েছিল শোভা, তারপর উড়ে যায় উড়ে যায়
রেখে যায় তোমায় আমায়।
০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৬
মেহেদী রবিন বলেছেন: ভালো লাগলো