![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
কখনো মানুষের ছায়া তার চেয়ে বেশি হয়,
বুকের ছাতির মাপ হৃদয়ের কাছে হেরে যায়।
বনসাই বটের বিশাল রূপ ছোট্ট মাটির পেয়ালায়।
ভয়হীন,অন্ধ সাহস সত্যের অপচয়।
জননীর খোয়াব ভাঙ্গা রাতে উচ্চকিত দুই হাত,
সাধ্যের চেয়ে রাখিবে যে কোন ত্যাগ
বিশ্বাস অবিশ্বাসের উর্ধে এ মানত।
রাতের নিরবতা ভেঙ্গেছে যখন জননীর বুকের কাঁপন
কি আর ক্ষতি মানিয়া নিলে কিছুটা অবোধ আবেগ।
থাকুক কিছুটা সহজ ভয়, ক্ষুদ্র প্রানের
মাঝে বিরাট হৃদয়।
রাখুক পুষিয়া একরোখা টান, বুকের মাঝে
নিরোগ অভিমান।
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
ইমরান আল হাদী বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাল থাকবেন অবিরত।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: বনসাই বটের বিশাল রূপ ছোট্ট মাটির পেয়ালায়।
সুন্দর। +
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
ইমরান আল হাদী বলেছেন: শুভকামনা রইল ধন্যবাদ।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০০
রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো।
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৮
ইমরান আল হাদী বলেছেন: শুভেচ্ছা নিবেন।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: থাকুক কিছুটা সহজ ভয়, ক্ষুদ্র প্রানের
মাঝে বিরাট হৃদয়।
রাখুক পুষিয়া একরোখা টান, বুকের মাঝে
নিরোগ অভিমান।
ভালোলাগা++
৫| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: কেবিতায় লাইক!
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বনসাই বটের বিশাল রূপ ছোট্ট মাটির পেয়ালায়।
সুন্দর। +