![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
পাতার মত আলগোছেতে
হঠাৎ করে ঝড়ে গেলে।
মাটির পিদিম শেষবারে তে
নিভে যাবার আধার কালে।
সব কোলাহল ছিন্ন করে
একলা আমির দলে
মিশবো যখন মহাকালের ফিরতি মিছিলে
তখন তুমি একটু কেঁদো একটু ফেলো জল
বুকের পাশে দুঃখ পুষে ভাল থাকার করলে না হয় ছল।
একলা ঘরে খুব গোপনে
করবে যখন নিজের সাথে বিলাপ
সে কাঁদনে পুন্য না হোক
থাকবে নাতো কলঙ্কিত পাপ।
তোমার মনের গোপন ব্যাথা
না বলা সে দুঃখ কথা
ভাসিয়ে দিও করুন গানের সুরে
চন্দ্র তলে আসবো ফিরে
সুর মেলাবো তোমার সুরে
তখন যদি শিশির ঝড়ে বুঝে নিয়ো
কাঁদছি আমি তোমার তরে।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০২
ইমরান আল হাদী বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই।
২| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪০
ঋতো আহমেদ বলেছেন: "মিশবো যখন মহাকালের ফিরতি মিছিলে
তখন তুমি একটু কেঁদো" - দারুণ হয়েছে এটা
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮
ইমরান আল হাদী বলেছেন: দারুন মন্তব্যে অনুপ্রাণিত ঋতো আহমেদ ভাই।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০১
সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! শুধু ছবিটাই অনেক কথার বার্তা বহন করে!
শুভ কামনা!
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১২
ইমরান আল হাদী বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহসী ভাই।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২০
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন লেখনিব।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭
ইমরান আল হাদী বলেছেন: অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।