| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
স্পর্শের বাহিরে যে নদী বোধের অতলে,
যে ব্যথা বয়ে নিয়ে যায় প্রথম প্রহর থেকে।
সোনালি উল্কি আকাঁ পৌষের মাঠ
শিকড় থেকে তুলে আনে তাকে।
আগ্নেয়গীরি ঢেকে যায় তুষার ঝড়ে।
প্রকাশে নিজেরে সূর্য ঋতুভেদে।
তেমনতরো পাল্টায় নদী।
কাকতাড়ুয়ার প্রয়োজন যদিও বা পড়ে
দাড় করিয়ে দেয় জমিনের বাঁকে।
লাগামহীন পাগলা ঘোড়া সে
কে কাহারে রোধে? কে বাঁধিবে তারে?
ধ্যন যদিও ভাঙ্গিবে পরাশরে।
নিজ হাতে রোপিক বীজ ভেসে যায়
নিজ নদী জলে।
এ পাশে ভেজা মাটি ওপাশে ধুল
আজলা জলে রোপিত বকুল।
পুরানো সুবাস তার,পায়ে পায়ে নেমে আসে
সেই মেয়ে নিজ নদী জলে।
দরজায় দাড়িয়ে আঁধারের প্রতিরূপ
শিকড়ে শিরায় বনবাসি গাছের অহম্
কর্ণের অগোচরে গহন গাথা ভাসে,
বনের শব্দান্ধ নদী জলে।
সেই নদী এক বুক জল নিয়ে ক্ষন বদলায়।
নিয়তির অলখ সুতার টান তারে নিয়ে যায়
নিজ দেন-দরবার,নিজ্ সাথে সেই নদীর।
দিন শেষে দর্পনে রূপ খুঁজে পাথর জল,
ঢেউয়ের মত পড়ে আছে দুই পাড়ে।
ধুলার পরে, পলির পরে লেখা আছে
জলজ আখরে।
০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
ইমরান আল হাদী বলেছেন: আপনার ভালো লাগায় আমার সার্থকতা।
আপনার মন্তব্যে আমি মুগ্ধ, কৃতজ্ঞ।
২|
০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো,, খুব সুন্দর লেখছেন.,,, অভিনন্দন
(প্লাস)
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
ইমরান আল হাদী বলেছেন: ধ্রুবক আলো,ধন্যবাদ নিবেন।
আপনার মন্তব্যে কৃতার্থ।
৩|
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
সানজিদা আয়েশা শিফা বলেছেন: খুব ভাল লাগলো । এক ঝুড়ি প্লাস নিন প্লাস ![]()
০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
ইমরান আল হাদী বলেছেন: শিফা আপু,আপনার উপহার নিলাম
হৃদয় থেকে।
৪|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২
এফ.কে আশিক বলেছেন: চমৎকার...
কবিতায় ভালো লাগা রইল..... ভাইয়া।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭
স্বৈতী ইসলাম বলেছেন: ভালো লাগলো। কি সুন্দর করে লেখে সবাই! মুগ্ধতা।।।