নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

আমার সম্ভ্রম জাগে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫





জৌলুস পূর্ণ অথবা আটপৌরে
ভোরের সুগন্ধি বাতাস দুপুরের তেজ
বিকেলে নিভু নিভু সোনা রোদ
যে ভাবেই দেখতে পাই।
বারান্দায়, উঠানে, ফসলের মাঠ, রাজপথ শহরে।
যেখানেই দেখি আমার সম্ভ্রম জাগে।
রমণীদের মুখোমুখি দাড়ালে আমার সম্ভ্রম জাগে।
মাথা চোখ অবনত হয়ে আসে প্রনয়, শ্রদ্ধায়, স্নেহে।
হেমন্তের কোমল নদী যার চোখ
যে নারী বর্ষার নদী, পলি চর জোয়ার ভাটা
কলতান যার।
কাঁচা পাকা ধানের ক্ষেত উন্মুখ যে মেয়ে,
কোল ভরা ফসল যার, ধুধ মাঠ
মাস কলাইয়ের ডগা যার শিশির ভেজা,
যে রূপেই দেখতে পাই আমার সম্ভ্রম জাগে।
নারীদের রূপে আমার সম্ভ্রম জাগে।
হৃদয় মন নুইয়ে আসে প্রেম, সম্মান, আদরে।
পাখির পালক যার মন, পাখি কনে তারা।
পাতায় জমিনে পাখিদের ঘর যার,
নীড় বাঁধে গোপনে যে কনে।
যে ভাবেই দেখতে পাই।
বিকেলে, ঘরোয়া গল্পের মহলে, জরি পাড় শাড়ি, নাকের নোলক স্বর্ণ দুলে।
যে ভাবেই দেখি তাদের শুভ্র পবিত্র লাগে।
রমণীর পবিত্র সৌন্দর্য দেখলে আমার সম্ভ্রম জাগে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

বিজন রয় বলেছেন:
রমণীরদের মুখোমুখি দাড়ালে আমার সম্ভ্রম জাগে।
মাথা চোখ অবনত হয়ে আসে প্রনয়, শ্রদ্ধায় স্নেহে।


অপূর্ব!!

আপনার যতগুলো কবিতা পড়েছি এটি তার মধ্যে অন্যতম।
এটি একটি নিষ্পাপ আর সৌন্দর্যের কবিতা।

খুব, খুব সাড়া পেলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

ইমরান আল হাদী বলেছেন: এই কথা গুলো একটি আলতো ধাক্কা সামনে এগিয়ে দেবার
একটি বিশ্বস্ত হাতে।
দাদা এরকম পাশে থাকলে আর একটু এগোতে সাহস পাই।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
শুভ কামনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩১

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
জৌলুস পূর্ণ অথবা আটপৌরে
ভোরের সুগন্ধি বাতাস দুপুরের তেজ
বিকেলে নিভু নিভু সোনা রোদ
যে ভাবেই দেখতে পাই।


অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবি।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

ইমরান আল হাদী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,প্রতি উত্তর দিতে দেরি হওয়ায় দঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.