নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

প্রতিবিম্বিত আখ্যান

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০







তিন দিকে বন এক দিকে সরু নদী
মৃদু রোদ খন্ডিত ছায়া বাঁ-পাশে।
একটি শিশু অথবা পাখি, টিকলি বাধা চুল।
আনন্দের দাপাদাপি আমার এখানে।
থাকবে সুর বীজের অঙ্কুর দুই পাতার ভিড়ে।
প্রথম নিঃশ্বাসের পরম সুখে
মিছিলের মাঝে আমিও যাযাবর।
হারোনোর ভয় নেই গিরগিটীর
লেজ খসলে কিইবা আসে যায়
হারে না বস্তুত পিঁপীলিকা পা।
পদ্মের মূলে পৌঁছাতে, মধু মাছির ঘর বেঁধেছি এলাচ বনে।
শুঁয়োপোকার সাধনার ফাঁস, মাকুর বুকে
বিসর্জিতার লুপ্ত অলঙ্কার।

তিন দিকে নদী এক দিকে ঘন বন
রোদ নেই ছায়া নেই বুকের বাঁ-পাশে।
একটি যুবতি অথবা নদী আচলে বাধা জল।
বিষাদিনীর মৃদু আলাপ আমার বনে।
থাকার কথা ছিল না কখনই কলা পাতার,
বিব্রত হাওয়ার জ্বালাতনে,
একাকিত্বের ভয়ে আমিও স্থবির।
বাদুড়ের চোখে তাকাই তামাক পাতায়
বুক পকেটে জমা পোড়া দিয়াশলাই।
লবনের পরিমাপ শেখার দিনে মরিচের
আহবানে কান পেতেছি।
চালতার শ্লেষ্মা আঙুলে, সুতার টান ভীষণ
মেয়েলি হাতের ব্যবচ্ছেদে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা অবিরত।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

আহা রুবন বলেছেন: ধরণটি অন্যরকম লাগল। তবে ভাল লেগেছে, বেশ ভাল।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

ইমরান আল হাদী বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.