নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

আশীর্বাদ

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

হে আশীর্বাদিকা মাতামহী, জননীর জননী
আপনার আশীর্বাদ,প্রার্থনা, দোয়ার পাঠ্য
বিষয় আমার অনাগত জীবনী।
প্রায়ই আপনি দোয়া পাঠ করতেন
আমার মাথায় আপনার অস্বাভাবিক
মসৃণ আঙুল বুলিয়ে বলতেন,
"আমার মাথার কেশ পরিমান আয়ু হোক তোমার"।
আমি আপনার মাথার পাকা কেশ যত্নের সাথে দেখি
আপনার কেশের ঘ্রান বুকের রুমালে রাখি
আপনার চিরুনি খুজে দেখি লেগে আছে
কতটা আয়ু।
আপনার মাথা খালি হয় আমি ভেবে
হয়রান আমার কম পড়ে পরমায়ু।
প্রতি দিন আমি আপনার ঝরা কেশ গুনি
প্রার্থনা করি আপনার কেশ যুবতি হোক
বাড়বাড়ন্ত হোক আপনার কেশে আমার পরমায়ু।
একটি সুগন্ধি তেল মাথায় মাখেন
একটু যত্নে রাখেন নিজেকে যেমন শৈশবে
আমাকে রেখেছেন।
কেন প্রতি দিন শুধু-শুধুই খটখটে মাথায়
চিরুনি টানেন
আপনি এইখানে অনন্ত দিন থাকেন --
দোয়া গুলি আপনি কি ভুলে গেলেন
নিজেকে অযত্নে অবহেলায় রাখেন
খামোখা আয়ুগুলি তুলে তুলে নিজেকে
ভুলে গেলেন।

আহা আশীর্বাদিকা, কার মাথায় ছিল
আপনার পরমায়ু
কবে তার সব কেশ ঝরে গেল,ঝরে গেল
আপনার জীবনী
আপনার শুভাকাঙ্ক্ষী কোন দিন চলে গেল
কেশ শূন্য মাথায়
কার কারনে এত বড় ক্ষতি আপনার, আমার?
এমন তর যতি আপনার জীবনে কার কেশে লিখা ছিল
সকল আশীর্বাদ, প্রার্থনা,দোয়া দিতে দিতে
আপনার ভাগে কম পড়ে গেল
কিছুটা দোয়া আপনিও নিতেন এমন কি আমার ভাগ থেকে।
নিবেন না তা জানি মাতামহী, জননীর জননীয়
অথচ মাথা ভরা আয়ু নিয়ে ঘুমাবেন
আপনার মাথা ভরা দোয়া নিরবে দিয়ে গেলেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.