নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

ভাত ঘুম অথবা দ্বিপ্রহর

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৫

স্বাস্থ্যকর স্নান শেষে তোমার কাচুলি
উড়িয়ে দাও আগুন রোদে।
নিতান্ত ইচ্ছুক বটবেশি দরবেশ হলে
রোদ ভাজো তিল ঘাম কপালে।
এহেন দিবানিদ্রায় কাতর তোমার পোষা
বরান্দায় সিদেল বন-ছায়া সিদ কাটে,
পশ্চিম কারাময় জানালার ডাঁটে।
আঁচরানো শেষ ফোঁটা আভা,
গোলপাতার সামিয়ানা ভেদ করে ঘুমায়
পাল তোলা চাদরে।
তথাগত পাশবালিশ শুষে নেয় নুন
জিহবার মত পাপ অথবা প্রেম তার নেই।
তোমার বিছানায় আকাশ ঘুমায়
আমার যাবার মত পাখি নেই বনে।
স্তুপ শোকে তারাময় পাতা মাটির বল্কল
শরীরে মাখে,পাতা নেই পাখি নেই বনে।
আমার ভেলাটি পিছন দুয়ারে বাদাম তোলে,
দাড় কাক পাখি ফেরেনি কাঠ বাদাম বন্দরে।
বাদাম পাতা হলুদ থেকে লালা হলে
পালে তুলে উড়ে যায় তোমার অন্দরে।
মিষ্টি পানের মত রোদ বেয়ে বেয়ে নেমে
আসে ঠোঁটে
বাতাবি লেবুর আঘ্রান পেলে নোঙ্গর ফেলি
তোমার পিছ দুয়ারে।


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।

আপনার কবিতা আগের চেয়ে অনেক পরিপক্ক।
তবে বানানের দিকে বিশেষ খেয়াল রাখুন।

শুভকামনা রইল।

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো কবিতা। শুভেচ্ছা।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.