![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
১.
বয়সি চশমার নড়বড়ে ডাঁট
আস্তিন গুটানো কোচকানো সার্ট।
ছেড়া জুতো ক্ষয়ে যাওয়া সুকতলি
কদমে কদমে ছড়ায় চিন্তার ধুলোবালি।
২.
এ দুপুর ধুলোর রোদ
এ বিকেল মরা-নদীর স্রোত।
এ রাত স্তব্ধ চরাচর
অনাগত সকাল অনিশ্চিত বিভাকর।
৩.
হাত খুব ছোট দিয়ে গেছে নাড়া
দুই পাতার ভিড়ে জীবন দিশেহারা।
আরেকটু বাড়ুক নাজুক সময় চারা
জীর্ণ বল্কল পথের পাহারা।
২| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: ১ আর ২ সহজবোধ্য, ৩ একটু কষ্টসাধ্য।
দুই পাতার ভিড়ে জীবন দিশেহারা -- একটু ব্যাখ্যা করবেন?
জীর্ণ বল্কল পথের পাহারা - চমৎকার লাগলো কবিতার এ শেষ চরণটি।
৩| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কম বুঝি তবে পড়তে ভাল লাগে। শুভ কামনা রইল কবি।
৪| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪০
ইমরান আল হাদী বলেছেন: তিনটি স্তবকই এক সূত্রে গাথা।আমি বর্তমান কে ধরতে চেয়েছি সময়ের চারা হিসেবে। আমাদের এই প্রজন্ম সবে মাত্র চারা গাছের মত দুইটি পাতা নিয়ে অঙ্কুরিত হয়ে দাড়িয়েছে এবং কিছু দিশে হারা ভাব তো নতুন দের থাকবেই। সেখানে আমাদের পথ প্রদর্শক তো প্রবীণেরা।যদিও বা তাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে।সে সীমাবদ্ধতা ভুলে নতুন পথের দিশা দিয়ে যাবে।
৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক সুন্দর হয়েছে
কবিতাই লাইক কবি!
৬| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১
ওমেরা বলেছেন: সুন্দর কবিতা ধন্যবাদ ।
৭| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর
৮| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৫
সাদা মনের মানুষ বলেছেন:
বয়সি চশমার নড়বড়ে ডাঁট
আস্তিন গুটানো কোচকানো সার্ট।
ছেড়া জুতো ক্ষয়ে যাওয়া সুকতলি
কদমে কদমে ছড়ায় চিন্তার ধুলোবালি।
,,,,,,,,,,,,,,,অভাবী বয়স্ক মানুষের চিত্রটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন।