![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
আমি দাড়িয়েছি তোমার বেভুল পথে
জলজ ঠিকানা খানি ঝুলানো দিগন্তে...
শষ্য ক্ষেত চেরা পথে কালপ্রবাহ এসো
মেঘে ছোঁয়া জলে পাল তুলে হাটো,
ঠিকানা ঠুকে নাও মাথালে,ঝুকে দেখ
তরাসে হানে রুদ্রমান সমুদ্রুর বান
গলে যাও ধাতু গলে যাও পাথর
পথে পথে ছড়ানো দিনমান,ঘাসের গন্ধ মাখা ভোর সাথে নিয়ে নাও।
ঘাসে ফুলে জলে ঝর্ণা নামবেই
জারুল বনের ছায়ার কোলে গহন সমুদ্রেই।
পেয়ালা ভরে পান করো যত পথের গ্লানি
মন্থন জড়ি-বুটি সারাবে তোমার সাপগ্রস্থ ক্ষত
আরো যত পারো ভিতরে যাও, ডুবে যাও,
ভেসে যাও, ধুয়ে যাক অক্ষম,ভেজো ক্ষমা
উৎকৃর্ণ জলে,রেখে এসো বেভুল সব
সমুদ্র তলে, গোপন রাখিবে সব,
সে জানে পাপ গোপন রাখাও সওয়াব।
২| ১৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালই তবে একটু সরল হলে আরও ভালো লাগতো।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৩
অতঃপর হৃদয় বলেছেন: কঠিন লাগে।