![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
খাঁচার মধ্যে পায়রা উড়ে খাঁচার মধ্যে রোদ
ধান কাউনের ফলন তুলে চালে অভাবোধ।
চালের লোভে পায়রা উড়াও বাক্সভরা চাল
পায়ের লাগাম আলগা তোমার চলছে ধন্ধকাল।
আকাশ পেড়ে রাঙিয়ে দিয়ো সিন্দুকের গায়
তোমার পথে শালুক ফোটে গোলাপ কাঁটায়।
চুলের খোঁপায় শঙ্খ -চুড়া চুলের কাঁটায় বিষ
ভুল বাগানে মালি তুমি আমি শিক্ষানবিশ।
পথ গুটিয়ে লুকিয়ে নিয়ো পকেট পুরো পথ
ফি বছরে টানছো রশি চলছে উল্টো রথ।
ঘড়ের মধ্যে বাড়ি নাকি বাড়ির মধ্যে ঘর?
আমি তোমার আপন নাকি তুমি আমার পর?
তোমার বাড়ির ময়না টিয়া পাখির মত গায়
পাখি নাকি মানুষ পোষ? পাখির খাঁচায়।
২| ১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৬
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: ভালোলাগেনি
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৪
নীলপরি বলেছেন: বাহ , ভালো লাগলো ।