নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

ত্রয়ী

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২১

১.
সাধের পিরিতি আশা দিয়া না রাখলা মনে
তুমি আশা দিয়া না রাখলা মনে
সাধের পিরিতি আশা দিয়া না রাখলা মনে।।

পিছন হইতে ডাইকা আইনা সামনে মুখ লুকাও
আসল কথা মুখে কওনা চোরা চেখো চাও
দয়াল চাঁনে আর কত কাল থাকবা গোপনে।

হাটু জলে নাইবার স্বাদ আমার না মেটে
ডুব জলেতে থাইকা তুমি আমায় রাখো ঘাটে
দিন থাকিতে ওপারে নাও, ফিরবো দিনে দিনে।

২.
দয়াল তোমার ভাব পিরিতি,
খুজি তোমার রূপ প্রকৃতি
তুমি দিনের সুরুজ চাঁন্দের বাতি
তোমার তরে এই মিনতি
ভাব তরঙ্গের মশাল জ্বালাও মনে,
প্রেমের খেলা খেলছ আমার সনে।।

কোথায় তুমি মন মহাজন
কেমনে করি সাধন ভজন
প্রেম পেয়ালায় মজাইছি মন
তোমার বিনে মন উচাটন
প্রেমের বান মারছো আমার প্রানে
প্রেমের খেলা খেলছ আমার সনে।।

আমি চোখ থাকিতে আন্ধা কানা
ডাক দিয়াও করিলা মানা
সরূপ তোমার রয় অজানা
তোমার প্রেমে হই দেওয়ানা
রূপ খুঁজিয়া কান্দি বনে বনে
প্রেমের খেলা খেলছ আমার সনে।।

৩.
সাধের পিরিতি আশা দিয়া না রাখলা মনে।
তুমি আশা দিয়া না রাখলা মনে।
সাধের পিরিতি আশা দিয়া না রাখলা মনে।।

পিছন হইতে ডাইকা আইনা সামনে মুখ লুকাও।
আসল কথা মুখে কওনা চোরা চেখো চাও।
দয়াল চাঁনে আর কত কাল থাকবা গোপনে।

হাটু জলে নাইবার স্বাদ আমার না মেটে।
ডুব জলেতে থাইকা তুমি আমায় রাখো ঘাটে।
দিন থাকিতে ওপারে নাও, ফিরবো দিনে দিনে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

ভাল একটি কবিতা দিয়ে কোথায় গেলেন?

চলে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.