![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
বন্ধু তুমি নিরব হইলা
আমার নিদান কালে
বন্ধু রইলা নিঠুর নিরলে।।
প্রেম প্রতিজ্ঞা করে ছিলে
প্রথম প্রনয় কালে গো
সারা নিশি স্বপ্নে রইলা
পালাইলা সকালে গো।।
বকুল ফুলে গাঁইথা মালা
বাঁধবো সেই নিঠুর কালা
আমার আঁধার ঘরে
প্রেমের বাতি সারা নিশি জ্বলে।।
আশায়া আশায় আছি বসি
ফুরাবে কি আজও নিশি
বন্ধুর আশা বাড়ে ক্ষনে ক্ষনে
আমায় বিনে রাখলো কারে মনে।।
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৪
ইমরান আল হাদী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
২| ২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, গ্রাম্য ভাব ফুটে উঠেছে
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
ইমরান আল হাদী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন ধ্রুবক আলো।
৩| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো ভাই।
এটা গান হয় সুন্দর।
শুভকামনা রইল