![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
বীজ বালু রাখা আছে ঘরে
ফি বছর আয়নার চাষবাস
লবনের বাগানে।
আয়নায় পায়ের দাগ মুছে গেলে
গলে পড়ে রমনীয় জল
কাজল মার্জিন কোনে।
লেপনের কারসাজী জানা হলে তার
হেটে যায় সাদা সরিষার মত
লবনের বন থেকে কার্পাস বনে।
উবে গেলেও সন্তরণ জমে আছে ঘরে
দাহ নেই পড়ে আছে ছাই
উনুন ডানায় মাখা বালু বীজ।
পোড়ালেও থেকে যায় সুর
বাঁশের পোড়া বুকে বারোয়ারি বাতাস
মুছে দেয় সায়াহ্ন অসুখ।
২| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিষয়বস্তু বুঝতে চাই
৩| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন +
আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখলাম !!
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
কবিতাটির বিষয়বস্তু ঠিক বুঝতে পারিনি।
যদি একটু ক্লিয়ার করতেন।
শুভকামনা রইল।