![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
১...
আসছি আমি তোমার অপেক্ষায় পর্দা ছিড়ে
সাজিয়ে রেখো তোমার বাগান জমিন ঘাস
সাফ করো বিশুদ্ধ হও ছুড়ে ফেলো দির্ঘশ্বাস।
দরজা খুলে রেখো প্রহর ব্যাপী
ভোরের রোদ ওঠার আগে এসে যাই যদি
দাড়াবো তোমার শিউলি তলে।
তোমার নিঃশ্বাস গুলো কুড়িয়ে নিবো বুকে,
জেগে থেকো হাত বড় ভারি হাত ধরে তুলে নিও।
তুমি কেমন আছো বলবো না
জেনো আমি আছি তেমনি,
যেমন ছিলাম যাবার আগে।
২...
মেনে নিয়ো এ ব্যবধান এ দূরত্ব
গুটিয়ে নিয়ো না হাত,
সে পথ থেকে মুছে গেছে পায়ের দাগ
তবু তুমি খুঁজো
কিছু চিহ্ন আছে নাকি বাকি।
পূর্ব দরজা খোলা রেখো দুপুরে
জানি তোমার জানালার বিকেল গুলি
দির্ঘ
কোমল রোদ গলে পড়ে কপালে
তবু দাড়িয়ে থেকো কিছুক্ষণ আমি আসবো।
৩...
ধরো আমি হারিয়ে গেলাম ফিরবার পথে,
তুমি পথ চেয়ে আছ,
আর আমি হারিয়ে গেলাম পথে।
যদি জানো ফিরবে না আর কেউ
প্রথম প্রহরে কড়া নাড়বে না কেউ
ধরো অপেক্ষায় অসুখ বেড়ে গেছে।
ফিরবো না ফেরার সময় শেষ----
তখন তুমি কেঁদো না ফেলোনা জল
কেউ কেউ ফেরেনা---কেউ হরাবেই।
২| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০১
শাহরিয়ার কবীর বলেছেন: মোটামুটি লাগলো
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৯
বিজন রয় বলেছেন: হারানো কিংবা না হারানোর কবিতা। আশা কিংবা নিরাশার কবিতা। যাওয়া কিংবা আসার কবিতা।
চমৎকার সহজ-সরল।
যেন অতি আপন কাউকে বলছি কথাগুলো।
কিছু টাইপো আছে।
শুভকামনা সবসময়ের।