![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
তোমার শহরে আমি ভুল পথে হাঁটি
হেঁটে হেঁটে পৌঁছে যাই ঠিক।
তোমার শহরে আমি দিক হারা --
তোমার গলি দিয়ে যখন হাঁটি কেবল ভুল মনে হয়
তবু পৌঁছে যাই।
তুমি পূর্ব দিকে হাঁটলে পশ্চিম দিকে পৌঁছাই
তবু পাশাপাশি হেঁটে হেঁটে নদীতে যাই
দিকহারা আমি তোমার দিকে ঘুরেফিরে আসি।
তোমায় পাখি কাশবন এমনকি নদী মনে হয়,
তোমার নদীও আমার বিপরিতে বয়।
তার পরেও আমি নৌকা নৌকা খেলি
উজানে ভাসি আর তোমার ভাটিতে
খালি পায়ে হাঁটি
হেঁটে হেঁটে পৌঁছে নৌকা তোমার ঘরে,
বেভুল পথে হাঁটে নৌকা ভুল শহরে।
২| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:০৭
তৌফিক বলেছেন: পথ যত ভুলই হোক, গন্তব্য ঠিক থাকলেই ঠিক। কবি ভাই আপনি এগিয়ে যান। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: দারুন।
পথ ভিন্ন হলেও গন্তব্য অভিন্ন। এঁকেবেঁকে ঘুরে-ফিরে সেই অনেক পথ পাড়ি দিয়ে একই মোহনায় ঠিকই মিশে যাওয়া।
বিপরিতে ............. বানানটি ঠিক করে দিয়েন।
শুভকামনা রইল।