![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
জেগে থেকো----পূর্ণিমা আজ,
শরীরের চাঁদ খানি মেলে দিয়ো জ্যোস্নায়।
সাতাশ পূর্ণিমা চোখে মেখে নিলে,
ফি বছর তোমার চোখে জ্যোস্না গড়াবে।
পঞ্চমী শরীর তোমার গোলাপি নদী,
দুই প্রহর রাতে নামি যদি, পাপ গুলি
খুলিখুলি, গোলাপি সোপান বেয়ে
তোমার অতলে। বাজুতে প্রেমের মাদুলি
ছুড়ে দিবো জলে। আলোড়ন তুলে
মরে যাব তবে পঞ্চমী নদী মূলে।
দরজা খুলে দিয়ো,
পাথুরে নৌকা যুবকের পাজরে বাঁধা।
কলসির দিনগুলি শেষ
তোমার যমুনায় তুমি মরো রাধা,
পাথরে নৌকা পদ্মের মূল বাঁধা।
কাদা ছেনে গড়ালে আতুড় ঘড়,
নোঙ্গর ছেড়ে গেলে, খুলে দিয়ো জলজ অর্গল।
যে তরি তরঙ্গের শ্যওলায় জলজ ফসিল
কাল হোক তিরধান তার।
অনিন্দ্য ----সাতাশ পূর্ণিমা পরে
খুজে নিয়ো যুবকের পাজড়ের হাড়।
বাজুর কবজ খানি সাতনড়ী হার, কন্ঠে তোমার।
পঞ্চমী জড়িবুটি মেখোনা আর
ও চোখে জ্যোস্না গড়াবে কত আর----
কত গড়াবে পঞ্চমী জোয়ার ?
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫
ইমরান আল হাদী বলেছেন: আমরা সবাই তো শব্দ নিয়ে খেলতে ভালবাসি।
আপনার প্রতিও ভালাবাসা রেখে গেলাম।
২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
কব্তিা সুন্দর হয়েছে +
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫
ইমরান আল হাদী বলেছেন: সব সময় পাশে পেয়ে অনুপ্রাণিত, অকৃতজ্ঞ।
ভালো থাকবেন।
৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতায় অনবদ্য কিছু চরণ উঠে এসেছেঃ
বাজুতে প্রেমের মাদুলি
ছুড়ে দিবো জলে। আলোড়ন তুলে
দরজা খুলে দিয়ো,
পাথুরে নৌকা যুবকের পাজরে বাঁধা।
নোঙ্গর ছেড়ে গেলে, খুলে দিয়ো জলজ অর্গল।
যে তরি তরঙ্গের শ্যওলায় জলজ ফসিল
কাল হোক তিরধার তার
কবিতায় ভাল লাগা + +
২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯
ইমরান আল হাদী বলেছেন: আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত।
পাশে পেয়ে কৃতজ্ঞ।
৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: দারুন কাব্যময় কবিতা।
আপনার লেখায় পরিবর্তন আসছে। কবিতার এই ধারাটি বজায় রাখেন ।
বানানগুলো ঠিক করে দিন।
ভাল থাকেন হাদী।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২
ইমরান আল হাদী বলেছেন: ভাইয়া এর আগের পোস্ট গুলতে মন্তব্য করে গেছেন ব্রাইজারের সমস্যার
কারনে প্রতি উত্তর দিতে পারিনি, আমি দঃখিত ক্ষমা করবেন।
আপনা উপস্থিতি সব সময় প্রেরণা দায়ক।
৫| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পঞ্চমী মুলে
যুগ যুগান্তে অগনণ যুবকের বলিদান
শরীরের চাঁদ খানি মেলে দিয়ে-
পূর্ণিমা জেগে ছিল জেগে আছে জেেগ রবে
++++
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
ইমরান আল হাদী বলেছেন: পূর্ণিমা উদিত থাক মহাকাল ব্যাপী।
বিদ্রোহী ভাইয়া কৃতজ্ঞতা অবিরাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮
নুর ইসলাম রফিক বলেছেন: কতো কঠিন শব্দের মেলা।