![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
গেলাসের শেষ ফোঁটা মদিরা পান শেষে
প্রজাপতি চলে গেছে গোলাপি ঠোঁট হয়ে,
মেঘের রূপালী বোতাম ঘাসের বুকে বুনে
দেয় মৃত্তিকা অন্তর্বাস।
বউপনা কেউ খুলে দেখে স্বামীর ছাই চাপা
পিরানের জলজ বোতাম,
আস্তিনে লেগে আছে কত সুতানড়ি সাপ।
মাস্তুলে ছাতা মেলে বসে ছিল রেশমি বনিক,
সুতার জট খুলে রেখে গেছে তামাকের ছাই,
ছাতা নিভে গেলে কারো করোতলে
পুষে রাখে নিভু নিভু পোড়া দিয়াশলাই।
নাবিকের জেবে পৌরাণিক কড়ি
বিবশ হতে ছুড়ে ছিল জাহ্নবী পদমূলে।
লালপেড়ে জমিনে হৃত কৌমার্য দাগ,
মৌন ঘোড়ার নাল খুলে গেছে মগন ঘোরে
মাতাল মহুয়া চাতাল পড়ে আছে জাহ্নবী
জলে।
৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬
ইমরান আল হাদী বলেছেন: আমি ভাল আছি,আপনি ভাল আছেন নিশ্চয়।
আমার প্রতিটি লেখায় আপনার উপস্থিতি কামনা করি।
আপনার মন্তব্যে বুঝতে পারি আমি কোথায় আছি।
২| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন +
৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
ইমরান আল হাদী বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭
বিজন রয় বলেছেন: আরে আপনি!
কেমন আছেন?
আপনার পোস্টগুলো আামর মিস হয়ে গেল কিভাবে বুছকে পারছি না।
এই কবিতাটির শিরোণাম খুব ভাল লেগেছে।
আর পুরো কবিতাটি পড়ে অনেক কথা চলে আসল মনে।
থাক, সময়ের অভাব।
অনেক ভাল হয়েছে কবিতা।