![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
সাবধানি তরুন নৌকার রশি খুলে
চলে গ্যাছে আমান্তার সাথে,
জলের অগোচরে চান্দ্র জলে।
পাতার আড়ালে দিনভর বসিবার
তীব্র অভিলাষ আয়োজন ছিল তার,
বনবাস ছেড়ে ছুড়ে জলবাসী এই বার---
পড়ে নিবে সবুজ মাছের পোষাক
মাথায় শঙ্খ তাজ ছদ্মবেশী যাযাবর।
দ্বিপ ছেড়ে দ্বীপান্তরে মহাজন যেন,
দস্যুর তাড়নায় ফরাসী আতর
বাতাসের লাগাম টেনে ফেরি করে।
কি গোপন নিরুদ্দেশ! পথে পথে
দেয়ালে দেয়ালে তরুন ফেরারি তস্বীর
আঁকা আছে বুঝি আমান্তার দেশে?
খিল ভেঙে দাড়িয়ে ছিলো সেই কবে
প্রতীক্ষার পারদ ছেকে অবশেষে,
শালুক ডোবা মোহন জলে
লাল মখমল পা ছেপে দিয়েছে
আশাতীত সাহস স্বাক্ষর।
লুব্ধক জেগে নাকি মরে গ্যাছে বনান্তে
তরুন নাবিক সোনালী দ্বীপের পথ
খুজে নিবে আমান্তার মুখ দেখে।
নাবিকের রুহু গোঁজা আছে বুঝি
জ্যোস্না ছাওয়া ছইয়ের তলে?
ঘোমটা খসে যায় মেঘের মতো
সরু চাঁদ নেমে আসে পাটাতনে
প্রগাঢ় ঘুম হয়ে আমান্তার মুখে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ,অশেষ কৃতজ্ঞতা সব সময় পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা+