![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
অন্ধের তস্বীহ্ দানার যুতি
নিয়ে বেঁচে আছে যারা অথবা
রূহ্ নিয়ে মরে গেছে কত কাল আগে
এই বার ছুটি দাও তারে।
মুখের উপর কারো কালো ছায়া
গোপন মিথ্যের পাজরে রাত জ্বর
সকালের বৃষ্টিতে ধুয়ে যাক।
মিনারে পিছলে পরা রোদ
একান্ত আপনার এক ফোটা জল
গলে গলে পড়ুক পবিত্র দেয়ালে।
বহুকাল অনাবাদী পড়ে আছে
কাগজে আঁকা ভূমির নক্সা
উড়ে গেছে বালু ঝড়ে ভুমি-পুত্র
তুলসী তলায় ফোঁপানো কান্না
শামুক ফসিল বল্লম বিদীর্ণ শোক লুকায়
একাহারী আলোচাল শুভ্র পোষাক।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৬
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন প্রিয়....
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! সুন্দর !
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন করে সত্য বলতে নেই কবি
সত্য যে বড় ঝাঝাল! যদিও রুপক আব্রুর জড়োয়া গহনায় মুড়ানো
তবু ভাললাগা
+++