![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
পরিযায়ী রীতি মেনে---
পাখি বোনে কঠিন চিবর ;
লাল পিঁপড়ের সাকো ঠোঁটে নিয়ে
উড়ে যায় মাতৃ-কাক
শিশুর শীত-বোধ
মুছে দেবে জননীর ইতেকাফ---
নখের আঘাতে ছিড়ে গেলে মেঘ---
কুয়াশা বোন----দু ফোঁটা জল রেখে যায়
ভাইয়ের সিথানে।
লেবু-চোখ পাখি পরিধি ঘুরে
মহান শীত রাত নিয়ে আসে নিড়ে
অলিন্দ থেমে আছে এক রোখা বিন্দুতে----
এই যে এমন নদী জ্যোৎস্নার পিচকারী
বালিতে মিশে আছে হুহু জলের শীৎকার
এভাবেই মৃত্যুর আনন্দে মিছে গেছে কেউ।
ঝাউ বন নিভে আসে
শীত ঘুমে তাবত্ পড়শিরা
ছাতিম ডালে বৃদ্ধা কুয়াশার লাশ
যেখানে বসতি লাল পায়রার
আঙিনার আমোদ যেন শিশু এক
কোচরের সাদা মেঘ
ছড়ায় নদীর সকাল বিকাল দুই পাড়ে---
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ ভাইয়া,
কৃতজ্ঞ....
২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: বাহ!!!!
সুন্দর কবিতা।
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা অফুরান।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২
সাইন বোর্ড বলেছেন: ইচ্ছে করে জটিল করার চেষ্টা করা হয়েছে কবিতা, তবে পড়তে খারাপ লাগল না ।
০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ইমরান আল হাদী বলেছেন: কতটা কঠিন কতটা সরল সেটার চেয়ে
আপনার ভালো লাগার গুরুত্ব বেশি।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: কেমন অাছেন?
সুন্দর কবিতা দিয়ে বছর শুরু।
পরিযায়ী রীতি মেনে হবে।