![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
ক্রমশ দূরে যেতে যেতে
একা ---ব্যক্তিগত পরিতাপ খুলে,
যেন কত বিক্ষত ডানার ব্যথায়
পাখির ঠোঁট শান্তনা বুলায়;
শেষ শীত রাতের নজরদারি
ভুলে আরও দূরের রাত
করাঘাতে ছড়ায় গোপন ওম;
বৃত্তের বাহিরে নির্বাক নক্ষত্র
একান্ত রৈখিক আলোচনায়
ব্যক্তিক আয়ুষ্মান তাপ ছড়ায়;
হাওয়ার মজলিশে নাচে বৃদ্ধা পাতাটি
চাবুকের শেষ টান সমাগত সে জানে;
আর জানে---
আর জনমে কচি লেবু পাতা হয়ে
শেষ রাতের সুগন্ধি হাত হবে
ছোট্ট শিশুটির রুগ্ন প্রশ্বাসে.....
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭
ইমরান আল হাদী বলেছেন: আপনার প্রেরণাদায়ী প্রতিটা মন্তব্য
সামনে যাবার সাহস জোগায়....
চির অকৃতজ্ঞ.....
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
মনিরা সুলতানা বলেছেন: আর জনমে কচি লেবু পাতা হয়ে
শেষ রাতের সুগন্ধি হাত হবে
ছোট্ট শিশুটির রুগ্ন প্রশ্বাসে .
চমৎকার !!!
অসম্ভব ভালো লেগেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ...
কৃতজ্ঞতা....
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
বিজন রয় বলেছেন: চির অকৃতজ্ঞ..................... ????!!!!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
বিজন রয় বলেছেন: আপনার যতগুলো কবিতা পড়েছি তার মধ্যে এই কবিতাটি অন্যতম শ্রেষ্ঠ!
অনেক অনেক ভাল হয়েছে।
বৃত্তের বাহিরে নির্বাক নক্ষত্র
একান্ত রৈখিক আলোচনায়
ব্যক্তিক................ অন্য মাথায় প্রকাশিত!!
শেষটাও ভাল। শিশু কিংবা দেবতা!
এই রকম কবিতা চাই, হাদী।