![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
হলুদ রোদের সোলালু বোন ---থরে থরে
মৃত্তিকার উপরে--- যেন কারো সমাধির
মহান অনুভবে বিস্তৃত বিভব ব্যথায়........
কোন বিভূতি শোকে গেয়ে গেছে গান
আচ্ছন্ন দোয়েল,
তৃণের শীষ-দান তুলে নিরবে নিরবে
উড়ে যায় প্রেমিকের ঠোঁটে আর
আশার রেণু উড়ে অন্য বীথিকা তলে;
পাখিও কি দিক থাকে?
মানুষের হাতেও দ্বিতল সম্ভার
মানুষ দেখেনা প্রিয় ফুলের হৃদয়
বাতাসে ছড়ায় তার শুভ্র তরুণ প্রেম;
শিশুর মৃদুল মুঠো হতে ছেড়ে যায়
বিশ্বস্ত আঙুল--পিতার পৃথিবীতে
যাযাবর বিস্মৃত বীজ
মূর্ত জ্ঞানে নামে তীমির পাথর পথে;
তোমারা এভাবেই মরমী জলে ভেসে--
ম্রিয়মাণ তরুণীর মত ----
পৃথিবীর যাবতীয় ক্ষমা তুলে দিবে বিক্ষেপে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮
ইমরান আল হাদী বলেছেন: সব সময় পাশে পেয়ে কৃতজ্ঞ ......
ভালো থাকবেন পাশে থাকবেন
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮
মিঃ সালাউদদীন বলেছেন: বেশ ভালো কবিতা ।
০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: বেশ।