নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

একটি পাতার পতন শোক

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০


ভালো নেই জানি,
তুমি আমি, আমরা কেউ ভালো নেই;
আমাদের স্বপ্ন ঝরে যাচ্ছে
আর নিভে যাচ্ছে আমাদের মরমি সলতে টুকু।
আমাদের পৃথিবীতে আমরা ভীষণ রকম একা;
কেউ জানবে না বসন্তের কচি পাতা ঝরে যাবার বেদনা;
তোমার মুখের মত মুখ জলে যেন তোমারই ছায়া,
যেন আমার নিজস্ব জলে প্রগাঢ় নিবিড় প্রিয় মুখ,
ছোয়ার বাসনা নিয়ে হাত বাড়াতেই
আচমকা কোন ঝড়ে উড়ে যায় ;
আমাদের প্রিয় নদী হাত গলে ঝরে যায়,
নদীটার একটি নাম দিয়েছিলে তুমি
আমরা ডাকি যদি সে নাম ধরে,
চুপিচুপি তার কানে, ফিরবে সে?
আমাদের প্রিয়......
আমাদের সব টুকু ভালোবাসা দিয়ে
প্রেম দিয়ে যে আলো টুকু বুকে পুষতে চেয়েছি,
নতুন গল্প বুনতে চেয়েছি;
সে সমস্ত গল্প অসম্পূর্ণ রেখে ফিরে যাচ্ছে
আমাদের প্রথম বপিত অঙ্কুরিত বীজ।
একান্তই যেতে চাইলে ফেরানোর পথ
আমাদের জানা নেই,
আমাদের ভালোবাসার ধুলো উড়িয়ে
অনন্তের পানে উড়ে যায় পাখি
ক্ষণপ্ৰভা ভ্রমন ছাপ রেখে;
আমদের বুকের বাগানে নৈশব্দ হাহাকার,
বিষাদের কাঁটায় তোমার আমার বেদনা খুড়ে
আমাদের পৃথিবী, নদী,ফুল, বিবর্ণ বিস্তর;
চোখের পাথর গলে যায়
তোমার আমার একান্ত সন্তাপে
আমাদের আঙুলের নির্ভর রেখা টেনে
আবার নক্ষত্র ছড়াবো বিষন্ন মেঘর ফাঁকে
নতুন কোনো ফুলে আমাদের জপমালা গেঁথে
এক দিন নদীর গান শুনাবো আমারা.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.