![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
পায়ের শব্দে উড়ে যায়
মুখরিত পায়রার দল
অনাবিল শব্দের দোষে----
দেয়ালে রৌদ্রের দ্রোহে
পুড়ে যায় কোমল গালিচা
চিকের পর্দা তুলে
উঁকি দেয় বালিকা মাতা;
খরাতাপে ফাগুন আকাশ নির্লিপ্তি
সদর দরজা খুলে
উড়ে যায় আমুদে পাখি;
চিকের পর্দায় বেআব্রু চোখ,
অন্ধ ফকিরের গান থেকে
উড়ে আসে ধাতুর টংকার,
ঝিঁঝিঁ পোকার ফাঁদে চাণক্য বালক
আধুলির মত গড়ায়ে গড়ায়ে
গলির ওপারে ফকিরের গান শোনে।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১০
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন নীল মনি।
২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে+
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১১
ইমরান আল হাদী বলেছেন: ভালো লাগার প্রতি ভালোবাসা প্রিয়।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা অবিরাম।
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১
করুণাধারা বলেছেন: খুব ভালো লাগলো। অনেকটা:
"পালকি চলে
গগন তলে
আগুন জ্বলে" ধরনের। পড়ার সাথে সাথে শব্দগুলি চোখের ছবি এঁকে দেয়। শুভকামনা রইল- লিখে চলুন।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬
ইমরান আল হাদী বলেছেন: ছবি আঁকতে পারিনা তাই শব্দে শব্দে ছবি আঁকি।
"পালকি চলে
গগন তলে
আগুন জ্বলে"
পড়া হয়নি....
ধন্যবাদ প্রিয় করুণাধারা।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০
ইমরান আল হাদী বলেছেন: পালকির গান.....সত্যেন্দ্রনাথ
দত্ত। প্রিয় করুণাধারা কবিতাটি অনেক আগে পড়েছিলাম ভুলে গেছিলাম।
আপনার জন্যে আবার পড়ার সুযোগ হলো।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫
নীল মনি বলেছেন: চমৎকার শব্দ চয়ন, ভালো লেগেছে তার