![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
তৃষ্ণার ডানা মেলে
উড়ে আসে ক্লান্ত পাখি
অহম বিদ্যা নিয়ে
শুয়ে আছে নিল রোদ;
বারান্দা ভরা চৈত্রের ভাত ঘুম,
অশ্বত্থের নিবিষ্ট ছায়ায়
মুমূর্ষু বিচালি বিছানা
শিয়রে মুড়মুড়ে পাতা
মেয়ে পুকুর নিভু-নিভু জলে
বাৎসরিক হিসেব লিখে,
শ্যাওলার সুতা মেয়েলি
সবুজ আচল বিছায়ে রাখে
মুমূর্ষার সিথানে
দৃশ্যমান শূন্যতা ছড়ানো মধ্যাহ্নে
সকল প্রেম,
মায়া এমনকি অভিশাপ স্থবির;
নৈমিত্তিক সচলতা
আলগোছে পাতার পকেটে পুরে
হাওয়া শেষ বুদবুদ উবে গেছে
কোন সুবহেসাদিকে,
এই ঘুম অচলতা
দিনান্তে মায়াবি ফিকিরি ঘোর
সুবর্ণ পারিজাত বনে
নীল মায়া হরিণীর
নৈঃশব্দ সুপর্ণ বাণ ;
বিষালখ্যা ছুড়ি
বেনীর ছায়া থেকে নেমে আসে
মোহন বনে
পৃথিবীর তীর থেকে উড়ে যায়
ক্লান্ত পাখি
আরেক পৃথিবীর পথে
সুমহান নিরবতা নিয়ে ঘুমায়
কোমল স্তব্ধ দ্বিপ্রহর।
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা অবিরাম
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে।