![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
আবলুশ কাঠের মত কালো জামা পরে
বৃদ্ধ জাহাজের কালো মাস্তুলে নাকারা বাজাই ;
দূরগামী একাকি পাখি খুলে খুলে রাখে
তার উক্ত পালক
তিনশত পয়শট্টি খানা পালকের
জিম্মাদারি নিয়ে নাকারা বাজাই,
পালকের টুপি পরে ঘুমায় বৃদ্ধ নাবিক;
কোন এক পাগলাটে পুরুষ চাঁদটাকে টেনে
বেধে রাখে জাহাজের মাস্তুলে,
আর চাঁদের রূপালী রুমাল ফেলে যায় ভুলে।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা প্রিয়।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতাটির ভাষা সহজ হলেও মর্মার্থ অনেক গভীর। অনেক শিক্ষার বিষয় আছে।