![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
হঠাৎ আচানক
হয় ভুল পথে রাত হোক
হাওয়ায় মসগুল কোন পাখি
যাবে বাড়ি
আমিও আনাড়ি
একি পথে খুজে নিবো
আমাদের ভুলচুক।।
মেঘ ফাটা রোদে
দীঘির চাদরে
ঝরে পড়ে কার মুখের ছায়া
আমি এক বেহায়া
তবু হয় না তো যাওয়া
জলে ভেজা তার ইসারা
আমি ভাসি সে প্রপাতে।।
দুরুদুরু আমি
এসো জলে নামি
মুছে ফেলি সব হিসেব অমিল
থামিয়ে সময় ঘড়ী
দেবো নিরুদ্দেশে পথ পাড়ি
হাওয়ার ঠিকানা পকেটে
এসো পথ শেষে পথে নামি।।
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা, ভালো থাকবেন
২| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: প্রিয়জন সাথে থাকলে পথেও নামতে পারি আমার সমুদ্রও পারি দিতে পারি। আরো পারি দিতে পারি দেশ হতে দেশান্তর।
ভালো লেগেছে।