![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
দুই বাসের প্রতিযোগিতায় ডান হাত হারানো রাজীব হোসেন মারা গেছেন। গত ৩ এপ্রিল সার্ক ফোয়ারার কাছে দুর্ঘটনায় রাজীবের হাত ছিঁড়ে যায়।
রাজীবের স্মৃতির উদ্দেশ্য এ কবিতা।
একটি হাত রক্তজবার মত ফুটে আছে রাজপথে!
যে হাত লাল গোলাপ নিয়ে
অপেক্ষায় উন্মুখ ছিল কোন এক দয়িতা জন্য,
সে হাত খানি একটি ফুল হয়ে ফুটে আছে পথে!
যে হাতের প্রতিটা আঙুল ছুঁয়েছিল অনুজের
কোমল মুখ আর মুছে ছিল স্বেত চন্দনে মত
অবোধ অশ্রুজল,
সে হাত পঞ্চরত্নের আলোক দ্যুতি হয়ে ফুটে আছে পথে!
যে করতলে লেখা ছিল আশার সম্ভার
যে হাত প্রার্থনা করেছে স্রষ্টার দরগায়
অপার্থিব দ্যোতনায় মেলেছিল সহস্র বার
যে আঙুল ছুঁয়েছিল সুহৃদ স্বজন,
সে হাত নির্লিপ্ত মৌনতায় আঙুল উচিয়ে আছে,
স্তব্ধ অথচ তীব্র অবজ্ঞায়!
যে সুগন্ধি কোমল হাত জনক জননীর পথে
ছড়ায়ে ছিল মুঠো-মুঠো পবিত্র ধুলি
নিজের অজান্তে মুছেছিল সুনীল অশ্রুজল,
সে হাত একটি পারিজাত ফুল হয়ে ফুটে আছে পথে!
সে হাত তার মানুষ কে না নিয়ে বেহেস্তে যাবেনা!
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫০
ইমরান আল হাদী বলেছেন: আপনাকে ধন্যবাদ সুধু রাজীবের ছবিটা দিলাম।
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
এই সমাজ ব্যবস্হায় রাজীবেরা কোনভাবেই জয়ী হতে পারবে না
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৮
ইমরান আল হাদী বলেছেন: আক্ষরিক অর্থেই আমিও রাজিব হতে পারতাম
প্রায়শই এরকম পরিস্থিতিতে পড়ছি।
রাজিবের মত লক্ষ রাজিব এ শহরে মৃত্যুর
পাশে হাটে।
ধন্যবাদ গাজী ভাই।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: খুবই খারাপ লাগছে।
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৫
ইমরান আল হাদী বলেছেন: আমাদের কিছু করার নেই!
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: রাজিবের বিদেহী আত্মার শান্তি কামনা করি।এরকম একটি তাজা প্রাণের অকালে প্রয়াণ বর্ননার অতীত।
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
ইমরান আল হাদী বলেছেন: রাজিবদের পথ এ রকম কণ্টকাকীর্ণ হয়।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন খারাপ করা খবর। রাজীব পরপারে ভালো থাকুক। তার পরিবারের জন্য সমবেদনা!
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
ইমরান আল হাদী বলেছেন: ভালো থাকবেন প্রিয় রাজিব।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২
মোস্তফা সোহেল বলেছেন: রাজীবের কাটা হাতের ছবিটা দেখলেই গা শিরশির করে ওঠে।হাতের ছবিটা না দিয়ে শুধু রাজীবের ছবিটা দেওয়ার অনুরোধ করছি।
কবিতা ভাল হয়েছে।