নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

আত্মজা

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১


প্রিয় দুহিতা আমার,
মেঘবতী কন্যা সুহাসিনী ঝলমলে রোদ
ছায়া শীতল আঙিনা আমার, সহস্র জিজ্ঞাসা।
তোমার জন্য এ কবিতা!
অনাবিল হৃদয় বার্তা! হে অনাগত -----
পিতার পৃথিবীতে তুমি আশ্চর্য উপহার
যার আগমনী গীত হৃদয়ে আমার।
তুমি আছো নিশ্চয় ----
সুনীল সাগর, ধ্রুব নক্ষত্র, সাত আসমান
নাকি আরো কোন সুদূর গহনে -----
তোমার পৃথিবী আমার বুকের বুননে
গোপন কোমলতা নিয়ে
হয়ে উঠবে মহান মহীরুহ!
তোমার মুখ আমি এঁকিছি পৃথিবীর
সকল কন্যা কিশোরীর আদল অবয়বে,
পিতার আঙুল ছুয়ে হেটে যায় পবিত্র আত্মজা
আর আমি দেখি তুমি হাটো তার পাশাপাশি;
পৃথিবীর সকল কন্যা হয়ে ছড়িয়ে আছো
পিতার পৃথিবীতে ------ প্রিয় আমার
তোমার পদ-শব্দে মুখরিত হোক পিতার জমিন
তুমি হেটে যাবে বিকেলের শেষ রোদে
তোমার ছায়া প্রলম্বিত হতে হতে
শেষ হবে আমার পৃথিবীর পথে
একদিন আমরাও পাশাপাশি হেটে যাবো
আর আমাদের কদমে ছড়াবে সহস্র সওয়াব।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


পিতার মনে পুত্রীর বিশাল অবস্হানের সুন্দর প্রকাশ

২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ গাজী ভাই,কৃতজ্ঞতা অবিরাম।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: মনে হলো আপনি যেন আমার ও আমার মেয়ের কথা লিখেছেন।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

ইমরান আল হাদী বলেছেন: আপনার কন্যার জন্য ভালোবাসা।
দীর্ঘায়ু কামনা করছি।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: পিতার পৃথিবীতে তুমি আশ্চর্য উপহার
বাহ চমৎকার।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৭

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা। শুভেচ্ছা রইলো।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তার পর অনাগত হতে হবে আগত যখন
তখন সুন্দর বার্তা আগে পোষ্ট করে জানাবেন,
আমাদের অপেক্ষার অবসান কাল কাটবে তখন।

০১ লা মে, ২০১৮ সকাল ১১:০০

ইমরান আল হাদী বলেছেন: জানাবো নিশ্চয়।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। অটুট থাকুক ভালোবাসার এই বন্ধন।

০১ লা মে, ২০১৮ সকাল ১০:৫৮

ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা অবিরাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.