![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
সিমন্তী,
প্রিয় আমার,
আমাদের ভালোবাসা এতটা দূরত্বে পৌঁছায়নি
যে আমরা ভুলে যাবো আমাদের যাবতীয় লেনাদেনা,
আমাদের ব্যবধান কি এতটাই বেড়েছে?
আমরা কি স্মৃতির অতলে ডুবে যাচ্ছি?
ভুল বুঝনা প্রিয় জীবন যাপনে প্রায়শই তো
এমন কিছু হয় যা আমারা চাইনি অথবা
করা উচিত তবু অজান্তে করা হয় না।
যারা প্রিয় তাদের অভিমান করতে হয় রাগ নয়
আমিও তো তোমার প্রিয়, অভিমান করো
তবে রাগ করোনা, ভুল বুঝনা, ভালোবাসার
ইতিটানার মত কিছু হয়নি প্রিয়।
জানো তো ভালোবাসা এখনো আছে অটুট
প্রিয় সিমন্তী,
তোমার আমার ভালোবাসা
কোন বিশেষ দিনে আবদ্ধ নয় আমাদের
প্রতিটা দিন সমান অনুভবের।
জেনো এ ব্যধান স্থায়ী নয় ;
তোমার প্রিয় নিষিদ্ধ চাঁদ.......
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯
ইমরান আল হাদী বলেছেন: সেটাই তো হওয়া উচিত......ধন্যবাদ ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
মৌরি হক দোলা বলেছেন: দারুণ লাগল!
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০
অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: বাংলা কবিতা.কম এ পড়েছিলাম সম্ভবত কিছুক্ষন আগে। কমেন্টও করেছিলাম একটা..
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
ইমরান আল হাদী বলেছেন: হ্যা ওখানেও কবিতাটি দিয়েছিলাম, ধন্যবাদ।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
কাওসার চৌধুরী বলেছেন: বরাবরের মত চমৎকার কবিতা। শুভ কামনা হাদী ভাই।
২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা, কওসার ভাই।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: এরকম চিঠি পেল্কে সিমন্তীর মন গলে যাওয়ার কথা।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চমৎকার ।
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
আবু আফিয়া বলেছেন: ভালবাসা হোক সবার জন্য শান্তিময়,
সবাই সবাইকে ভালবাসবে এটাই মোর কাম্য।