![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
বাড়ির মুখোমুখি সাঁকো
বুক পেতে দাড়িয়ে,
উচ্চতা ভীতি ভুলে
প্রাগৈতিহাসিক পাজরে গেথে রাখে
পুরুষানুক্ৰমিক ভ্রাতৃত্ব সন্ধি;
জমজ গাছের নীল ফুল
পায়ে পেচানো নিল সার্ট
বাড়িতে নিয়ে এলে মেহমান
খুলে দুলে ওঠে রঙিন ঝালর;
ধনুকের ছিলা হতে টঙ্কারীত তির
মাঠের সীমানায় রোপে কুমারি কাপন,
বাতাসে ঘুমিয়ে গেলে
ভাইদের সন্ধি সাঁকো,
বাড়ির হেসেলে ওঠে ধোয়া-ওঠা চাঁদ
রাতের নিরব অধরে ফোটে
বিনম্র নীল ফুল।
আকন্দ ফুলের পাড়ে
বিধবা বৃদ্ধার আচল
আঙুল ইশারায় দেখে
ঘুমায় আন বাড়ির নীল মেয়েরা;
সাঁকোর এপার ওপার ভ্রাতৃবধূ
কানাকানি আলাপ মেলে, কালো
ছেলের হাতে পাঠায় নীল সৌরভ।
ফি-বছর গর্ভবতী মেয়েদের কোলো
আসে নীল আকন্দ মেয়ে।
২| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩০
জাত বলেছেন: ফুলটার নাম জানতে চাই
৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৪৬
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৮ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল্ভাবে লিখতে চেষ্টা করুন।
সহজ সরল লেখা ব্লগারদের কাছে বেশি গ্রহন যোগ্যতা পায়।