![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
পৃথিবীর দ্বারে দ্বারে সুযোগ সকাল,
তুমি খুলে রাখো তোমার কবন্ধ
বাকোল, মাটির নগরে উড়ে মেয়েলী
পোষাক, বীণার তারে বাধা বিষন্ন
বিকেল আর গানের ফাকে দেখি
সোনালী আপেল। ঠোঁটের নৈকট্যে
তোমার আদম ছুরত,আমার বাগানে
পুষি কাচের বয়াম; তোমার মারিফত
নিয়ে এলে পবিত্র পাতার পালক,
মস্তকে নিয়ে ধিরে উড়ে যাবে বিস্তর
ময়ূর।কথার ফণীমনসা দুলে দুলে পাঠ
করে তোমার শুশ্রূষা শাস্ত্র, তুমি যে ষড়
সংগীত বাজাও আমার কাচের বাগানে;
দেহজ তবলা হয়ে বাজে দুটি, তিনটি
কাঠ গোলাপ, নাচের মুদ্রা হয়ে নাচে
পাখোয়াজ কবুতর আমার কোলের উপর;
বিড়াল স্বভাব হাত আস্তিন গুটায়ে,
তোমার ভ্রমরের ভাজে রুগ্ন রাত খোজে
যেন তুমি মৃত পালোয়ান,
ভয়হীন লড়ে যাই জামবাটি ভরা বরাভয়
তোমার শেখানো মন্ত্রে ধিরে নামি
লৌকিক নায়ে,কথা বলা পাখি
কথার শান নিয়ে উড়ে যায় শস্যখেতে,
উষ্ণ জলের ভিতর তোমার সোনালী মাছ
কথা বলা পাখির চুম্বন গালে মাখে।
২| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: খুব উপভোগ করলাম।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৮ রাত ৮:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। শুভকামনা রইলো।