![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
১.
দরজায় পরিচিত হাতের কড়াঘাতে
তুমি তুমি শব্দে জেগে ওঠে
রাতজাগা পাখি
রাত্রির গহবরে কে
বাজায় এমন ভায়োলিন
কার হাত ছুড়ে দেয় এমন
গোপন বাসনার তীর
বিভক্ত হয়ে পড়ে আছে
অনাঘ্রাত মহুয়া মাতাল
কড়াঘাত বলে করতল দ্বিধা সহেনা।
২.
মাঝেমাঝে উকি দেই আপন আয়নায়
দরজার ওপারে কেউ নেই
ধুধু আসবাব আর একান্ত পোষাক
আলনার পিছনে বাৎসরির অন্তর্বাস
বয়ামে ভরা রাণীর খুচরো পয়সা
গুনতে ভুলে গেছে তর্জনী
বারান্দায় বাসি রোদের বাহাস
ঘূর্ণি পাখা থেকে খসে পরে পোষ্য বায়ু
পাজরে হাড়ে নিয়মের শ্বাসমূল
ভাত ঘুমে গৃহস্থ চড়ুই।
৩.
তোমার সামনে এসে দাড়ালে
আমি এতটা আনত হয়ে যাই
যেন তুমি কোন ঈশ্বরী
হাতের দশটি আঙুল নির্মাল্য
হয়ে তোমার দিকে প্রার্থন করে।
২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০০
ইমরান আল হাদী বলেছেন: 心から言ったり、言ったりしますか?
২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
ব্লগে ভাল কবিতার সংকট চলছে।
সেখানে আপনার কবিতাগুলো পথ দেখাচ্ছে।
আপনার কবিতা আগের থেকে অনেক ভাল হয় ইদানিং।
শুভকামনা রইল।
রাজীব নুরকে কোন ভাষায় উত্তর করলেন?
২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬
ইমরান আল হাদী বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম।
ধন্যবাদ ভাই
রাজীব নুর ভাই আমার একটি লেখায় জাপানিজ ভাষায়
মন্তব্য করেছিলেন, তাই আমিও একটু মজা করলাম।
৩| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৬
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।
২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা প্রিয়.....
৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।।
০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৬
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ.....
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।