![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
তুমি সেই যে গেলে বিকেলের রোদ গুলি নিয়ে
তুমি ছিলে মুঠো মুঠো ভয়, হারানোর সংশয়
নোনা দেয়ালে আঁটা কত হারানো সংবাদ
কেউ নেই সেখানে সাদাকালো মুখে
কেউ গায়নি ধ্রুপদী গান, ওগো প্রিয় বিসংবাদ।
তুমি আসবে কি ফিরে আধার জমিনে
খুজে ফিরি প্রিয় মেঘের মুখ,
হেটে গেছো সেই কবে প্রিয় বিকেলের সাথে
রোজ গুনি কত খানি বেড়েছে তোমার পথ,
পোলাপি চিরকুটে ছিল কত কোমল সলাজ
আজো খুলি সে ভাজ, ওগো প্রিয় বিসংবাদ।
তুমি বর্ষা দুপুরে বর্ষণ মুখরে হলে ঝাপসা আকাশ
খুলবে কি এ দ্বার এক মায়ার শহর তোমার পথের বাঁকে
দাড়িয়ে আছি সে পথে ভোর হয়নি তো রাত
এসো নতুন সাজে নিয়ে আলোক প্রপাত
রেখো এ হাতে হাত, ওগো প্রিয় বিসংবাদ।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ প্রিয়।
২| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর +++++
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
ইমরান আল হাদী বলেছেন: কৃতজ্ঞতা অবিরাম।
৩| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭
ইমরান আল হাদী বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা।
৪| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: অামি এটাকে প্রিয় সুসংবাদ বলেই ধরে নিচ্ছি।
!!!!!
+++++