![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
এক দিন ওখানে যাবো আমরা,
যেন শুকনো পাতার মত ভেসে আসে দিন
যেন আমরাই শুধু যাই পুরনো সন্ধ্যায়
এখনো ছড়ানো আছে সেই ধুলোর রাশি
------- যেন তুমি যাও নি কোথাও
আমি ফিরে আসি পুরোনো বিকেল নিয়ে;
যেন তোমার পায়ের ছাপ নিয়ে জেগে আছে
হেমন্তের নদী, পলির ভিতরে এক গোপন
নিধি রেখে গেছি কোন সুদূর সন্ধ্যায়;
দেখেনি আমাদের মত আর তারে,
নদীর ওপারে আরেক কথার নদী ----
বার বার ফিরে আসে।
যেন সেই সব দিন হাওয়ার ঠিকানা নিয়ে
উড়ে আসে ঘুমের চিঠি,
আমরাই চিনি সেই ভাষার মর্ম ব্যথা,
জানি,কেউ যায়নি কোথাও ----
আর জানি নাওয়ের গভীরে কত
নিঃশব্দ বিকেল ঘুমায়।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৩
ফেনা বলেছেন: খুব ভাল লেগেছে।
আপনার জন্য শুভকামনা।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
সাইন বোর্ড বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ !
৫| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঙ্কু বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
পঁচামানুষ বলেছেন: শেষের লাইনগুলো মন কে নাড়িয়ে দিল...