![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
কাঁন্দো কাঁন্দো আহা বন্ধু
কাঁন্দে তোমার পরা
ঝিরিঝিরি বেদন বাতাস
কাঁইন্দা পাগলপারা
কোন বা বৃক্ষের ছায়া নামে
বৈরাম দিঘির পারে
নিভু-নিভু রৌদের মইধ্যে
তোমায় মনে পরে
জলের মধ্যে কাহার ছবি
উথাল ঢেইয়ে ভাঙ্গে
উইড়া যাইবে নিশুত পঙ্খি
আমায় নিয়ো সঙ্গে
কাঁন্দো কাঁন্দো আহা বন্ধু
কাঁন্দে তোমার সখি
কোন বা বনে যাইবা পঙ্খী
আমায় নিবা নাকি
আসমান জমিন হইছে আন্ধার
যাইবার সাধ্য নাই
ঘুমাই গেছে মাটির পুতুল
অচিন ঠিকানায়।
খোদার দোহাই চক্ষু মেলো
একবার দেখ যদি
তোমার লাইগা পাগলিনী
স্বাক্ষী ইমরান হাদী।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
তবে কান্দাকান্দির দরকার নাই।
সবাই আনন্দ করুক।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট।